আসছে ব্ল্যাকবেরির অ্যানড্রয়েড ফোন
স্মার্টফোন নির্মাতা কানাডীয় প্রতিষ্ঠান ব্ল্যাকবেরি বাজারে এবার অ্যান্ড্রয়েড স্মার্টফোন আনার কথা চিন্তা করছে। ফোর্বস জানিয়েছে এ খবর।
এক্ষেত্রে কোম্পানিটি মূলত সফটওয়্যারের উন্নয়নের দিকেই মনোযোগ দেবে। ব্ল্যাকবেরির জন্য এটি এক বড় পদক্ষেপ, কারণ স্মার্টফোনের ক্ষেত্রে প্রতিযোগিতায় কোম্পানিটি বেশ পিছিয়ে আছে। বর্তমান স্মার্টফোনের বাজারে মাত্র ১% ব্ল্যাকবেরির অধীনে। এ কারণেই স্মার্টফোনের মানোন্নয়নের অংশ হিসেবে অ্যানড্রয়েড প্রযুক্তি ব্যবহারের ঘোষণা দিল ব্ল্যাকবেরি।
এ বছরের মার্চে স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ফোনটি প্রদর্শিত হয়েছে বলে জানিয়েছে ফোর্বস।
ব্ল্যাকবেরির প্রধান নির্বাহী জন চেন জানান, অ্যানড্রয়েড ফোনের ব্যাপারে তারা কোনো মন্তব্য করবেন না, তবে নতুন ফোনটির ক্ষেত্রে তারা ব্ল্যাকবেরি ১০ অপারেটিং সিস্টেমই ব্যবহার করবে, যা নিরাপত্তা ও অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে অন্য যেকোনো অপারেটিং সিস্টেমের তুলনায় বেশি নির্ভরযোগ্য।
এই পদক্ষেপ বিস্ময়কর হলেও ব্ল্যাকবেরির জন্য নতুন কিছু না। এর আগেও প্রতিষ্ঠানটি অ্যানড্রয়েড প্রযুক্তি ব্যবহার করেছে। ব্ল্যাকবেরি-১০ তার ম্যাসেজিং অ্যাপ ও ভার্চুয়াল লাইব্রেরির জন্য অ্যানড্রয়েড অ্যাপস ব্যবহার করে। তারপরও অপেক্ষাকৃত বড় টাচস্ক্রিণ আর কিবোর্ড সংবলিত পুরোদস্তুর অ্যানড্রয়েড ফোনটি বাজারের অন্যান্য ফোনের সাথে ভালো প্রতিযোগিতা করবে বলে ব্ল্যাকবেরি কর্তৃপক্ষ আশা করছে।
এ বছর অক্টোবরের দিকে ফোনটি বাজারে ছাড়া হবে বলে ব্ল্যাকবেরি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।