অপরাধ দমনে ৩ হাজার লোক নেবে ফেসবুক

Looks like you've blocked notifications!

বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফেসবুক। দৈনন্দিন জীবনের নানা ঘটনার স্ট্যাটাস ফেসবুকে পোস্ট করেন অনেকেই। একই সঙ্গে খুনসহ নানা অপরাধমূলক পোস্টও দিন দিন বেড়ে চলেছে। এ ধরনের পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন করে জনবল নিতে যাচ্ছে ফেসবুক।

গ্যাজেট নাও-এর প্রতিবেদন অনুযায়ী, ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ সম্প্রতি জানান, ‘ফেসবুকে পোস্ট হওয়া সমস্ত ভিডিও এবং ছবি পর্যবেক্ষণ করতে নতুন করে আরো তিন হাজার লোক নিয়োগ দেওয়া হবে। ২০১৮ সালের মধ্যেই এই নিয়োগ শেষ করা হবে।’

জাকারবার্গ জানান, ‘এরই মধ্যে ফেসবুকের সব পোস্ট মনিটর করার জন্য চার হাজার ৫০০ লোক রয়েছে। যাদের কাজ কোনো পোস্ট সম্পর্কে ব্যবহারকারীদের কাছ থেকে রিপোর্ট পেলেই ব্যবস্থা নেওয়া। তিনি বলেন, ফেসবুকের শর্ত না মেনে কোনো পোস্ট করা হলে অভিযোগ না পেলেও ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশের ভাষ্যমতে, গত সপ্তাহে থাইল্যান্ড বসবাসকারী এক বাবা তাঁর মেয়েকে ফেসবুক লাইভে হত্যা করেন। মুহূর্তেই সেই ভিডিও তিন লাখ ৭০ হাজার মানুষ দেখে। পরবর্তী সময়ে সেই লাইভ ভিডিও মুছে দেয় ফেসবুক কর্তৃপক্ষ।

এর আগে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে কিশোরীকে ধর্ষণ ও যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে ৭৪ বছরের রবার্ট গুডউইন নামক ব্যক্তিকে ফেসবুকে লাইভে গুলি করে হত্যার ভিডিও মুছে দেয় ফেসবুক।