ডিজনি থিম পার্কে নিষিদ্ধ সেলফি স্টিক
কোথাও ঘুরতে গেলে সেলফি এখন মাস্ট! আরাম করে সেলফি তোলার জন্য রয়েছে সেলফি স্টিক। তবে নানা দুর্ঘটনার কথা মাথায় রেখে সেলফি স্টিক একের পর এক জায়গায় নিষিদ্ধ করা হচ্ছে। সে তালিকায় সর্বশেষ যোগ হলো ডিজনি থিম পার্ক।
এখন থেকে সেলফি স্টিকের ব্যাপারে কড়াকড়ি আরোপ করেছে ডিজনি থিম পার্ক কর্তৃপক্ষ। জুলাইয়ের ১ তারিখ থেকে ডিজনির হংকং এবং প্যারিস পার্কে সেলফি স্টিক নিষিদ্ধ করা হয়েছে। এ খবর জানিয়েছে তথ্যপ্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ।
প্রাথমিকভাবে ডিজনি পার্কে সেলফি স্টিক নিয়ে দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দিয়েছিল। তাদের নিষেধ ছিল শুধু রাইডগুলোতে বসে সেলফি স্টিক ব্যবহার না করার। এ ছাড়া পার্কের যে কোনো জায়গায় সেলফি স্টিক ব্যবহার করা যাবে। কিন্তু দর্শনার্থীরা সে কথায় কর্ণপাত না করে সব রাইডেই সেলফি স্টিক নিয়ে ওঠা শুরু করলেন।
সবাইকে থামাতে না পেরে শেষ পর্যন্ত পুরো পার্কেই সেলফি স্টিক নিষিদ্ধ করেছে ডিজনি থিম পার্ক কর্তৃপক্ষ।