টিভি সিরিজ-গেমস আনছে ফেসবুক

Looks like you've blocked notifications!

খুব শিগগিরই নিজেদের নির্মিত টেলিভিশন সিরিজ (ধারাবাহিক) ও গেমস আনছে ফেসবুক। সামাজিক যোগাযোগের এই মাধ্যমটির নিজস্ব প্লাটফর্মেই সম্প্রচার করা হবে ওই ধারাবাহিক ও গেমসগুলো।

স্থানীয় সময় সোমবার ফেসবুকের মিডিয়া পার্টনারশিপ বিভাগের ভাইস-প্রেসিডেন্ট নিক গ্রুডিন এ তথ্য জানান।

এ বিষয়ে গ্রুডিন বলেন, সারা বিশ্বে ফেসবুকের ২০০ কোটির মতো ব্যবহারকারী রয়েছে। প্রতিষ্ঠানটি ছোট ছোট কয়েকটি দলের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে। আশা করা যাচ্ছে চলতি গ্রীষ্মের শেষেই ধারাবাহিকগুলো আসবে। আমাদের লক্ষ্য ফেসবুককে এমন একটি জায়গায় পরিণত করা, যেখানে সবাই ভিডিও দেখতে আসবে।

গ্রুডিন আরো বলেন, এ ধরনের প্রকল্পে প্রথমবারের মতো বিনিয়োগ করছে ফেসবুক। পরবর্তী সময়ে ফেসবুকে ভিডিও শেয়ারের জন্য ভিডিও নির্মাতাদের লভ্যাংশ দেওয়া হবে। ভিডিওর মধ্যে দেখানো বিভিন্ন বিজ্ঞাপন থেকেই আসবে লাভের অর্থ।

তবে কাদের মাধ্যমে ধারাবাহিকগুলো নির্মাণ করা হবে তা জানায়নি ফেসবুক। ওয়াল স্ট্রিট জার্নাল সূত্রে জানা যায়, ধারাবাহিক নির্মাণে ফেসবুক সঙ্গে নেবে হলিউডের স্টুডিও ও সংস্থাগুলোকে। আর প্রতিটি পর্বের জন্য তিন মিলিয়ন ডলার খরচ করতেও রাজি ফেসবুক কর্তৃপক্ষ।

এদিকে এ ধরনের বিভিন্ন ভিডিও নির্মাণে ইতিমধ্যেই মাঠে নেমেছে নেটফ্লিক্স, অ্যামাজন ও টেলিভিশন প্ল্যাটফর্ম হুলু।