দেড় কোটি কম্পিউটারে উইন্ডোজ টেন!
মুক্তি পাওয়ার মাত্র দুই দিনের মাথায় এক কোটি ৪০ লাখ কম্পিউটারে ইনস্টল করা হয়েছে মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০। এ সংখ্যা ক্রমশ বেড়েই চলছে। মাইক্রোসফটের বরাত দিয়ে এ খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
তবে মাইক্রোসফটের প্রাথমিক লক্ষ্য আগামী তিন বছরের মধ্যে বিশ্বজুড়ে ১০০ কোটি কম্পিউটারে উইন্ডোজ ১০ ইনস্টল করা। সহজেই যেন ইন্টারনেট থেকে উইন্ডোজ ১০ ডাউনলোড করে নেওয়া যায়, সেদিকে খেয়াল রাখছে মাইক্রোসফট।
গতকাল মাইক্রোসফটের একটি ব্লগপোস্টে বলা হয়েছে, উইন্ডোজের পুরোনো সংস্করণগুলো থেকে উইন্ডোজ ১০- এ আপগ্রেড করে দিচ্ছে মাইক্রোসফট। আবার স্টোর থেকে নতুন কম্পিউটার, ল্যাপটপ কিনছেন যাঁরা তাঁদের প্রি-ইনস্টলড উইন্ডোজ ১০ দেওয়া হচ্ছে।
এখন পর্যন্ত উইন্ডোজ ১০-এর ভালোই রিভিউ পাওয়া যাচ্ছে। বিশেষ করে আগের সংস্করণ উইন্ডোজ ৮-এর তুলনায় উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের মন জয় করে নিয়েছে।