মজিলার পক্ষ থেকে মাইক্রোসফটকে কড়া চিঠি

Looks like you've blocked notifications!
মজিলার প্রধান নির্বাহী ক্রিস বিয়ার্ড (বাঁয়ে) কড়া চিঠি দিয়েছেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলাকে। ছবি : সংগৃহীত

মাইক্রোসফটের প্রতি খোলা চিঠি লিখেছেন মজিলার প্রধান নির্বাহী ক্রিস বিয়ার্ড। চিঠিতে বেশ ঝাঁজালোভাবেই সমালোচনা করেছেন তিনি মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০-এর। এ খবর জানিয়েছে তথ্যপ্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেক রাডার। 

ক্রিসের রাগটা হচ্ছে, উইন্ডোজ ১০ অপারেটিংয়ে ডিফল্ট ব্রাউজার সেটিংস সহজে পরিবর্তন করা যায় না। অর্থাৎ অপারেটিংয়ে যে ব্রাউজার ডিফল্ট হিসেবে দেওয়া রয়েছে, ব্যবহারকারীদের সেটাই ব্যবহার করতে হবে। আর তা বদলাতে চাইলে কষ্ট করে বেশ কিছু কাজ করতে হবে। 
 
সেটা নিয়েই ক্ষোভ ঝেড়েছেন ক্রিস। মজিলা ব্লগে তিনি লিখেছেন, ‘ব্যবহারকারীদের সুবিধা-অসুবিধা বা পছন্দ-অপছন্দের ধার ধারেনি মাইক্রোসফট। ফলে মজিলা ফায়ারফক্স বা গুগল ক্রোমের মতো যেসব ব্রাউজার রয়েছে, এসবের ব্যবহারকারী কমে যাবে। ব্যবহারকারীরা চাইলেও সহজে এসব ব্রাউজার ব্যবহার করতে পারবে না।’
 
মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলাকে উদ্দেশ করে খোলা চিঠিতে ক্রিস লিখেছেন, ‘এখন ব্রাউজার পরিবর্তন করতে হলে ব্যবহারকারীদের একাধিকবার মাউস ক্লিক করতে হয়। কনটেন্ট এবং টেকনিক্যাল কিছু বিষয় পরিবর্তন করে নিতে হয় নিজের পছন্দের ব্রাউজার ব্যবহারের জন্য। এ কারণে ব্যবহারকারীরা বিভ্রান্ত হচ্ছেন। অথচ উইন্ডোজের আগের ভার্সনগুলোতে এটা খুব সহজেই করা যেত।’
 
উইন্ডোজ ১০-এ আরেকটি পরিবর্তন আনা হয়েছে। আগে অপারেটিং সিস্টেম ইনস্টল করার সময় ডিফল্ট ব্রাউজার কোনটা রাখতে চান, ব্যবহারকারীকে সেটা জিজ্ঞেস করা হতো। নতুন অপারেটিং সিস্টেমে সেটাও তুলে দেওয়া হয়েছে। 

অবশ্য এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে মাইক্রোসফট কর্তৃপক্ষ। তথ্যপ্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জকে তারা একটি লিখিত প্রতিক্রিয়া জানিয়েছে। যেখানে লেখা রয়েছে, ‘ব্যবহারকারীদের জন্য ঝামেলামুক্ত এবং সহজ একটি অপারেটিং সিস্টেম দেওয়ার লক্ষ্যে আমরা উইন্ডোজ ১০ তৈরি করেছি। আপগ্রেডেশনের সময় ব্যবহারকারীরা তাঁদের পছন্দমতো ব্রাউজারসহ অন্যান্য বিষয় বেছে নিতে পারবেন। উইন্ডোজ ১০-কে আমরা একটি সেবা হিসেবে তৈরি করেছি। তাই ব্যবহারকারীদের অভিজ্ঞতা থেকে আমরা উইন্ডোজ ১০-এ পরিবর্তন এবং উন্নয়ন আনব। এটি একটি চলমান প্রক্রিয়া।’
 
গত ২৯ জুলাই পৃথিবীব্যাপী মুক্তি দেওয়া হয় মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০। মুক্তির পর প্রথম দুই দিনে বিশ্বজুড়ে এক কোটি ৪০ লাখ কম্পিউটারে ইনস্টল করা হয় নতুন এই অপারেটিং সিস্টেম।