৩০ বছরে সুপার মারিও

Looks like you've blocked notifications!
সুপার মারিও আর তার স্রষ্টা শিগেরু মিয়ামোটো। ছবি : দ্য টেলিগ্রাফ

অনেকের শৈশবের সঙ্গেই জড়িয়ে আছে সুপার মারিও। মারিও তার  ৩০ বছর পূর্ণ করল গতকাল। ১৯৮৫ সালের ১৩ সেপ্টেম্বর প্রথম বাজারে ছাড়া হয় সুপার মারিও গেমটি। সুপার মারিওর স্রষ্টা শিগেরু মিয়ামোটো। গেমটি বাজারে ছেড়েছিল জাপানের গেম নির্মাতা প্রতিষ্ঠান নিনটেন্ডো।

রোববার ধুমধাম করে পালন করা হয়েছে মারিওর জন্মদিন। প্রায় ৭০০ মারিও ভক্তের সঙ্গে এদিন জাপানের রাজধানী টোকিওতে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মারিওর স্রষ্টা মিয়ামোটো। এ খবর জানিয়েছে এএফপি।

শুরু থেকে এই পর্যন্ত বিশ্বজুড়ে মারিওর ৩১ কোটিরও বেশি কপি বিক্রি হয়েছে। ১৯৯৬ সালে মারিয়োর ত্রিমাত্রিক সংস্করণ চালু করা হয় ‘সুপার মারিও ৬৪’ নামে।

আর তিন দশক পূর্তি উপলক্ষে গতকাল বাজারে ছাড়া হয়েছে ‘সুপার মারিও মেকার’ নামের একটি গেমিং কনসোল। এর মাধ্যমে মারিওর জন্য নিজের পছন্দমতো জগৎ তৈরি করতে পারবেন গেমাররা।

এ বছরের মার্চে নির্মাতা প্রতিষ্ঠান নিনটেন্ডো ঘোষণা দিয়েছিল, মারিও গেমটিতে আরো বেশকিছু নতুন ক্যারেক্টার নিয়ে আসবে তারা। তবে স্মার্টফোন বা ট্যাবলেটের জন্য কোনো সংস্করণ থাকছে কি না, সেটা জানায়নি তারা।