মূর্তির ভেতর মানুষ!

Looks like you've blocked notifications!
হাজার বছরের পুরোনো বৌদ্ধমূর্তির মধ্যে ছিল মানুষের কঙ্কাল। সম্প্রতি এক গবেষণায় কঙ্কালটির পরিচয় মিলেছে। ছবি : দিসইজকলোসাল

প্রায় এক হাজার বছরের পুরোনো একটি বুদ্ধমূর্তি। জাদুঘরে স্থান হওয়া মূর্তিটির ভেতরেই রয়েছে চীনা এক বৌদ্ধভিক্ষুর মমিকৃত দেহ। সম্প্রতি বুদ্ধমূর্তিটি পরীক্ষা করে ভেতরে থাকা ওই মমির পরিচয় মিলেছে।

গবেষণায় পাওয়া গেছে, একাদশ বা দ্বাদশ শতাব্দীর মূর্তিটির মধ্যে লিউকুয়ান নামের ওই সময়কার এক বৌদ্ধভিক্ষুর দেহাবশেষ রক্ষিত আছে।

সম্প্রতি নেদারল্যান্ডসের ড্রেন্টস জাদুঘর কর্তৃপক্ষ মূর্তিটি নিয়ে গবেষণা করে। একটি হাসপাতালের সিটিস্ক্যানে মূর্তিটির ভেতরে থাকা মানুষের দেহাবশের পরিচয় শনাক্তের পরীক্ষা করা হয়। পাশাপাশি পাওয়া যায় বাড়তি কিছু তথ্যও। মূর্তির ভেতরে রাখার জন্য বৌদ্ধভিক্ষুর শরীরের হাড় ছাড়া বাকি অংশ ফেলে দিয়ে মমি করা হয়েছে। আর মমির সঙ্গে আছে চীনা ভাষায় লেখা কিছু কাগজ।

বর্তমানে বৌদ্ধমূর্তিটি প্রদর্শনের জন্য হাঙ্গেরিয়ান ন্যাচারাল হিস্টোরি মিউজিয়ামের রাখা হয়েছে।