বাসা-বাড়ি খোঁজার অ্যাপ পিবাজার

Looks like you've blocked notifications!

পছন্দের বাসা-বাড়ি বা সম্পত্তি খুঁজতে খুঁজতে হয়রান। এ কাজ সহজ করতে এসেছে পিবাজার অ্যান্ড্রয়েড অ্যাপ। এটি এনেছে দেশের অন্যতম অনলাইন রিয়েল এস্টেট মার্কেটপ্লেস পিবাজার ডট কম (pbazaar.com)। অ্যান্ডয়েড-চালিত স্মার্টফোনে খুব সহজেই পিবাজার অ্যাপ ইনস্টল করা যায়। এরপর মনের মতো বাসা-বাড়ি বা সম্পত্তি খুঁজে নেওয়া যায় সহজেই।

পিবাজার ডট কমের প্রধান নির্বাহী (সিইও) মোহাম্মদ শাহীন বলেন, পিবাজার ডট কমের উদ্দেশ্য অনলাইনের মাধ্যমে প্রপার্টির ক্রেতা-বিক্রেতা, মালিক ও ভাড়াটিয়ার মধ্যে সংযোগ স্থাপন করা। এখন সবাই যেহেতু অ্যান্ড্রয়েড-চালিত স্মার্টফোন ব্যবহার করেন, তাই ক্রেতাদের সুবিধার কথা চিন্তা করেই অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করা হয়েছে। গুগল প্লে স্টোরে গিয়ে পিবাজার লিখে সার্চ দিলেই পিবাজার ডট কমের অ্যাপ পাওয়া যাবে।

পিবাজারের মাধ্যমে ঘরে বসেই অনলাইনে দেশের সব প্রপার্টি ক্রয়-বিক্রয় এবং ভাড়া দেওয়া-নেওয়ার সব তথ্য পাওয়া যায়। পিবাজার ডট কমের চারটি বিভাগ রয়েছে—ভালো আবাসন খোঁজা, প্রপার্টি ক্রয়-বিক্রয়, রিয়েল এস্টেট কোম্পানি ও এজেন্টের তথ্য। এ ছাড়া পিবাজারের মাধ্যমে দেশের সব বিভাগসহ জেলার প্রপার্টিরও খোঁজখবর মিলছে।

পিবাজার ডট কমের সিইও মোহাম্মদ শাহীন বলেন, ‘২০১১ সালে পিবাজার ডট কমের যাত্রা শুরু। যাত্রার পর থেকেই আমরা সততার সঙ্গে নিয়মিত সেবা দিয়ে আসছি। আমাদের রয়েছে ৬০ হাজারের বেশি প্রপার্টি, ২৬ হাজার বাড়িওয়ালা, দেড় হাজার রিয়েল এস্টেট কোম্পানি এবং ২০০ প্রপার্টি এজেন্টের তথ্য। বর্তমানে এটি বাংলাদেশের সবচেয়ে বড় প্রপার্টি বাজার।’

পিবাজার অ্যাপটি ডাউনলোড করতে ভিজিট করুন (https://goo.gl/F783Ol) । পিবাজারের সঙ্গে ফেসবুকে যুক্ত হতে ভিজিট করুন (www.facebook.com/pbazaarltd)।