মঙ্গল শোভাযাত্রা গুগল ডুডলে
আজ বাঙালির প্রাণের উৎসবের দিন। পয়লা বৈশাখ ১৪২৬। বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে নানা আনুষ্ঠানিকতায় বরণ করে নিচ্ছে বাংলা নতুন বছরকে।
এই আয়োজনে শামিল হয়েছে সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলও। বাংলাদেশ থেকে গুগলের সার্চ পেজে (www.google.com বা https://www.google.com.bd/) গেলে দেখা যাচ্ছে একটি মঙ্গল শোভাযাত্রার এনিমেটেড ছবি, যাতে অংশগ্রহণকারী নারী-পুরুষ সবাই মিলে একটি বাঘের প্রতিকৃতি নিয়ে হেঁটে চলেছে।
লাল-হলুদে রাঙা বাঘের গায়ে আঁকা হয়েছে গুগলের লোগো। এভাবেই গুগল আজ বাংলা ভাষাভাষীদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে। কেউ চাইলে এই ডুডলটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারবে। তার জন্য যুক্ত করা হয়েছে একটি শেয়ার বাটনও।
গুগলের হোম পেজে দেখানো বিশেষ ধরনের লোগোই হচ্ছে ডুডল। যেকোনো বিশেষ দিনে গুগল এভাবেই ডুডলে পরিবর্তন এনে দিবসটি স্মরণ করে। এর আগেও বাংলাদেশের স্বাধীনতা দিবস, বিজয় দিবসসহ কবি শামসুর রাহমানের জন্মদিন, বেগম রোকেয়ার জন্মদিন, লেখক হুমায়ূন আহমেদের জন্মদিনে গুগল তাদের ডুডলে পরিবর্তন এনে তাঁদের সম্মান জানিয়েছে।
২০১৩ সালের ২৬ মার্চ বাংলাদেশের ৪৩তম স্বাধীনতা দিবসে গুগল প্রথমবার তাদের সার্চ পেজে একটি ডুডল পোস্ট করেছিল।