প্রকাশক দীপনের আইডি ‘রিমেম্বারিং’ করল ফেসবুক

Looks like you've blocked notifications!
‘রিমেম্বারিং’ করা হয়েছে প্রকাশক দীপনের ফেসবুক আইডি। ছবি : ফেসবুক

দুর্বৃত্তদের হামলায় শাহবাগের আজিজ সুপার মার্কেটে নিজ কার্যালয়ে নিহত জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপনের ফেসবুক আইডি ‘রিমেম্বারিং’ করেছে ফেসবুক কর্তৃপক্ষ।

এর আগে শাহবাগে একই ধরনের হামলায় নিহত লেখক অভিজিৎ রায়, ঢাকায় নিহত ব্লগার ওয়াশিকুর রহমান বাবু এবং সিলেটে দুর্বৃত্তদের হামলায় নিহত ব্লগার অনন্ত বিজয় দাশের ফেসবুক আইডিটিও ‘রিমেম্বারিং’ করেছিল ফেসবুক।

মৃত ব্যক্তির প্রোফাইলে থাকা ব্যক্তিদের আবেদনের পরিপ্রেক্ষিতে তথ্য যাচাই-বাছাইয়ের পর কোনো আইডি রিমেম্বারিং করে ফেসবুক কর্তৃপক্ষ। 

কোনো আইডি ‘রিমেম্বারিং’ করা হলে নতুন করে আর কেউ সেই আইডিতে প্রবেশ করতে পারবেন না। একইসঙ্গে সেই আইডিটি আর হ্যাক করার কোনো সুযোগ থাকবে না।  আইডিটি সম্পূর্ণ ফেসবুক কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে চলে যাবে।

তবে আগে থেকে যাঁরা সেই আইডিতে ছিলেন তাঁরা আইডির তথ্য এবং ছবি দেখতে পারবেন।