প্যারিস হামলার পর ফেসবুকে সেফটি চেক চালু

Looks like you've blocked notifications!
প্যারিস হামলা থেকে যাঁরা নিরাপদে রয়েছেন তাঁরা সেফটি চেক দিয়ে বন্ধুদের জানাতে পারেন। ছবি : ম্যাশেবল

ফ্রান্সের রাজধানী প্যারিসে মর্মান্তিক সন্ত্রাসী হামলায় দেড় শতাধিক মানুষের মৃত্যুর পর সারা পৃথিবীতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্যারিস ও ফ্রান্সে অবস্থানরত স্বজন এবং বন্ধুবান্ধবদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন রয়েছেন অনেকেই।

এই উদ্বেগ কমাতে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক চালু করেছে ‘সেফটি চেক’ অপশন। এ খবর জানিয়েছে সিএনএন ও ম্যাশেবল।

এর আগেও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় সেফটি চেক অপশন চালু করেছিল ফেসবুক কর্তৃপক্ষ। তাই আক্রান্ত এলাকায় থাকা পরিচিত মানুষরা নিরাপদে আছেন কি না সেটা ফেসবুকের মাধ্যমে জানতে পারবেন ব্যবহারকারীরা।

প্যারিসে অবস্থানরত কেউ সেফটি চেক দিলে সেটি তার ফেসবুকের সব বন্ধুদের কাছে পুশ নোটিফিকেশন হিসেবে পৌঁছে যাবে। এর ফলে সবাই জানতে পারবেন যে তিনি নিরাপদে রয়েছেন।

গত বছর সেফটি চেক অপশন চালু করেছিল ফেসবুক। সামাজিক যোগাযোগ মাধ্যমটির সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেছিলেন ২০১১ সালে জাপানের ভূমিকম্পের ভয়াবহতা দেখে তিনি ‘সেফটি চেক’-এর মতো অপশন চালুর সিদ্ধান্ত নিয়েছিলেন। 

এ বছর নেপালে ভয়াবহ ভূমিকম্প এবং গত অক্টোবরে মেক্সিকোতে আঘাত হানা হ্যারিকেন প্যাট্রিসিয়ার সময়ও সেফটি চেক অপশন চালু করেছিল ফেসবুক।