সরকারপ্রধান হলে আয়ু কমে যায়!

Looks like you've blocked notifications!

রাজনীতিবিদদের বেশির ভাগেরই স্বপ্ন থাকে একদিন দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হওয়ার। তবে নিজের স্বপ্নপূরণের পথচলা শুরু হতে না হতেই নির্মম সত্য হিসেবে পৃথিবী থেকে বিদায় নিতে হয় তাদের অনেককে। নতুন একটি গবেষণা বলছে, সরকারপ্রধান হিসেবে নির্বাচিত নেতারা অন্যদের তুলনায় কম দিন বাঁচেন!

১৭২২ থেকে ২০১৫ সাল পর্যন্ত ১৭টি পশ্চিমা দেশের জাতীয়ভাবে নির্বাচিত ২৭৯ জন নেতার মৃত্যুর সময় বয়সের ওপর গবেষণাটি করা হয়। হার্ভার্ড মেডিকেল স্কুলের হেলথ কেয়ার পলিসি বিভাগের সহযোগী অধ্যাপক ও গবেষক অনুপম জেনার নেতৃত্বে এই গবেষণা চালানো হয়।

ব্রিটিশ মেডিকেল জার্নালের বড়দিনের সংস্করণে গবেষণাটি প্রকাশ করা হয়েছে।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই গবেষণায় ২৭৯ জন নির্বাচিত নেতার সঙ্গে তাদের ২৬১ জন প্রতিদ্বন্দ্বীর তুলনা করা হয়। যারা কখনোই প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হতে পারেননি।

যুক্তরাজ্যসহ অন্যান্য সংসদীয় গণতন্ত্রের দেশের ক্ষেত্রে গবেষকরা দেখতে পান, নির্বাচিত সরকারপ্রধানরা তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তুলনায় গড়ে দুই বছর সাত মাস সময় কম বাঁচেন। অর্থাৎ পরাজিত প্রার্থীদের তুলনায় বিজয়ীদের মৃত্যুহার বেশি।