বেশি আয়ুর সালফার ব্যাটারি বানাচ্ছে সনি
স্মার্টফোনের স্বল্পায়ুর ব্যাটারি নিয়ে বিড়ম্বনা চলছে এর জন্মলগ্ন থেকেই। ২০১৫-তে অনেক প্রতিষ্ঠান বেশিক্ষণ চার্জ ধরে রাখতে পারে এমন ব্যাটারির হ্যান্ডসেট বাজারে আনলেও খুব একটা সুফল তাতে মেলেনি। সেট কেনার পর ব্যাটারি নিয়ে কথা ও কাজের মিল পাননি অনেক ব্যবহারকারী। তবে বিষয়টিকে খুব গুরুত্বের সঙ্গে নিয়েছে জাপানি প্রযুক্তি প্রতিষ্ঠান সনি। স্মার্টফোনের চার্জ ধরে রাখতে তারা তৈরি করছে নতুন এক ধরনের ব্যাটারি।
জাপানিজ সাইট ‘নিক্কেই’-এর মতে, সনি এমন একটি ব্যাটারি তৈরি করার চেষ্টা করছে, যা সাধারণ লিথিয়াম ব্যাটারি থেকে ৪০ শতাংশ বেশি সময় চার্জ ধরে রাখবে। তবে এর জন্য ব্যাটারি তৈরিতে সনি লিথিয়ামের পরিবর্তে ব্যবহার করছে সালফার, যাতে করে বেশি চার্জ সংরক্ষণ করা যাবে।
তবে এর আগেও একবার সালফার ব্যাটারি তৈরির চেষ্টা করেছিল সনি। কিন্তু ‘ইলেকট্রোলাইট সলিউশন’-এ ঝামেলা থাকায় ফলাফল উল্টো দেখাচ্ছিল। এই সমস্যা নিয়ে পুরোদস্তুর গবেষণা শেষে সনি আবার হাত দিয়েছে উচ্চক্ষমতাসম্পন্ন সালফার ব্যাটারি তৈরিতে।
ধারণা করা হচ্ছে, এই প্রযুক্তি তৈরিতে সনি সফল হলে ব্যাটারির জীবনকাল নিয়ে দুশ্চিন্তা কমার সঙ্গে সঙ্গে আরো কিছু উপকারিতা মিলবে। যেমন বেশি কার্যকারিতার পাশাপাশি ব্যাটারিগুলো আকারেও হবে ছোট, যার ফলে ভবিষ্যতে আরো পাতলা স্মার্টফোন হাতে পাওয়া যাবে।
তবে সনি একা নয়, লম্বা আয়ুষ্কালের ব্যাটারি তৈরি করতে অন্যান্য টেক জায়ান্টও বেশ সক্রিয় রয়েছে। দ্রুত চার্জ হওয়ার প্রযুক্তি নিয়ে কাজ করছে হুয়াওয়ে। এলজি এবং স্যামসাংও রয়েছে এ প্রতিযোগিতায়। আর চীনের বেশ কিছু নামী-বেনামী প্রতিষ্ঠান তো দাবি করছে, তাদের মোবাইল একবার চার্জ দেওয়ার পর টানা কয়েক দিন চার্জার আর খোঁজারই দরকার নেই!
সনির এই সালফার প্রযুক্তি সফল হলে সেটি সবচেয়ে ভালো ফল বয়ে আনতে পারবে বলে ধারণা করা যায়। তবে সালফার ব্যাটারির হ্যান্ডসেট হাতে পেতে অপেক্ষা করতে অন্তত ২০২০ সাল পর্যন্ত। কারণ, এর আগে সনি বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করবে এই ব্যাটারি নিয়ে।