অ্যাপলে কারদাশিয়ানের ইমোজি, অ্যাপ স্টোরে ধস!
রিয়েলিটি টিভি তারকা কিম কারদাশিয়ানের ইমোজি অ্যাপ্লিকেশন ‘কিমোজি’ অ্যাপ স্টোরে ছাড়ার পর এত বেশিবার ডাউনলোড করা হয়েছে যে অকেজো হয়ে পড়েছে অ্যাপলের অ্যাপ স্টোর।
বিনোদনবিষয়ক ওয়েবসাইট ‘এইস শোবিজ’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ৩৫ বছর বয়সী এই তারকা তাঁর অ্যাপের কারণে অ্যাপ স্টোরে যান্ত্রিক গোলযোগ ঘটায় অ্যাপলের কাছে ক্ষমা চেয়েছেন।
কিমোজি অ্যাপ স্টোরে ছাড়ার পর একসঙ্গে নয় হাজার মানুষ অ্যাপটি ডাউনলোড করতে গেলে অকেজো হয়ে পড়ে অ্যাপলের অ্যাপ স্টোর। এত বেশি ব্যবহারকারীর চাপ সইতে পারেনি অ্যাপ স্টোর।
মার্কিন এই টেকজায়ান্টকে উদ্দেশ করে টুইটারে এক টুইটবার্তায় কিম কারদাশিয়ান বলেন, ‘অ্যাপল, আপনাদের অ্যাপ স্টোর ধসিয়ে দেওয়ায় আমি দুঃখিত।’
তবে নিজের অ্যাপ উন্মুক্ত করার পর এ রকম অভাবনীয় সাড়া পেয়ে উচ্ছ্বসিত কিম। অ্যাপলের কাছে ক্ষমা প্রার্থনার পাশাপাশি উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে আবেদনময়ী এই তারকা লিখেছেন, ‘আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে মানুষ আমার কিমোজি অ্যাপ এত বেশিবার ডাউনলোড করেছে যে এটি শেষমেশ অ্যাপ স্টোরের ক্ষতি করে বসেছে!’
অ্যাপল স্টোরে যান্ত্রিক গোলযোগ থাকার কারণে যাঁরা এখন পর্যন্ত অ্যাপটি ডাউনলোড করতে পারেননি, তাঁদের প্রতি কিম লিখেছেন, ‘আমরা অ্যাপটি তৈরিতে খুবই পরিশ্রম করেছি এবং আমরা জানি এখন অতি-ডাউনলোডজনিত ঝামেলা রয়েছে, যেগুলো সারাতে সক্রিয় রয়েছে সমগ্র কারিগরি দল।’
কিম আশ্বস্ত করেছেন, খুব দ্রুত আবারো অ্যাপটি ডাউনলোড করা যাবে অ্যাপলের অ্যাপ স্টোর থেকে, ‘আমার কিমোজি অ্যাপ আবারো চলবে! তারা সার্চ অপশনের ঝামেলাগুলোও সারিয়ে নিচ্ছে, যাতে খুব সহজে অ্যাপটি খুঁজে পাওয়া যায়।’
অ্যাপ স্টোর ঠিক করতে করতে অবশ্য কিম তাঁর ভক্তদের ধারণা দিয়েছেন নিজের কিমোজি অ্যাপের ব্যাপারে। বিভিন্ন বিষয়ের ওপর প্রায় ২৫০ ইমোজি তৈরি করা হয়েছে কিম কারদাশিয়ানের অবয়বে।