মানুষ নিয়ে উড়বে ড্রোন
সায়েন্স ফিকশন মুভিগুলোতে প্রায়ই দেখা যায় নায়ক কিংবা খলনায়ক তাঁদের বিশেষ যানে চড়ে উড়ে বেড়াচ্ছেন আকাশে এবং নিমেষেই ছুটে যাচ্ছে একপ্রান্ত থেকে আরেকপ্রান্তে। এ রকম নিজের মনের মতো উড়ে বেড়ানোর ইচ্ছে আসলে প্রতিটি মানুষের মধ্যেই থাকে।
কিন্তু উড়িয়ে নেওয়ার মতো এ রকম যান এত দিন পর্যন্ত শুধু মানুষের কল্পনাতেই ছিল। এবার সেই কল্পনাকে সত্যি করতে মানুষবাহী ড্রোন তৈরি করল চীনা এক প্রতিষ্ঠান। চলতি কনজ্যুমার ইলেক্ট্রনিকস শোয়ে (সিইএস) জানানো হলো এই ড্রোনের ব্যাপারে। ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সংস্করণে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
এহাং নামক চীনের গোয়াংজু ভিত্তিক প্রতিষ্ঠানটি তাদের এই ড্রোনের নাম দিয়েছে ‘এহাং ১৮৪।’ ড্রোনটি দেখতে অনেকটাই কোয়াডকপ্টার ড্রোনের মতোই। তবে নতুন ড্রোনটির মাঝখানে একটি ককপিট রয়েছে যেখানে একজন যাত্রী বসতে পারবেন।
এহাং এই ড্রোনের ফ্লাইং টেস্টের বেশ কিছু ভিডিও প্রদর্শন করেছে। তারা দাবি করছে ২ ঘণ্টা চার্জ দিলে ড্রোনটি ২৩ মিনিট উড়তে পারবে। তবে সর্বোচ্চ ১০০ কেজি ওজন নিয়ে উড়তে পারবে এটি। তাই তারা পরামর্শ দিচ্ছে মাত্র একজন যাত্রী নিয়েই ড্রোনটি উড়াতে, তবে ছোট ব্যাগপ্যাক কিংবা লাগেজও সাথে থাকতে পারে।
নির্মাতা প্রতিষ্ঠান এহাংয়ের দাবি, ১৮৪ মডেলের ড্রোনটি নিয়ে গোয়াংজুর আকাশে এখন পর্যন্ত শতাধিকবার পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে। এমনকি বেশ কয়েকবার এর মধ্যে যাত্রীও ছিল।
পরীক্ষার সময় মাটি থেকে ৩০০ থেকে ৫০০ মিটার উচ্চতায় ড্রোনটিকে উড়ানো হয়েছে। তবে এর নির্মাতারা দাবি করছেন ড্রোনটি তিন হাজার ৫০০ মিটার উচ্চতা পর্যন্ত যেতে সক্ষম। এর সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ৬৩ মাইল পর্যন্ত।
কিন্তু আকাশে উড়ে বেড়ানোর ঝুঁকিরও কিন্তু শেষ নেই। এহাং দাবি করছে তাদের এই ড্রোন সম্পূর্ণ নিরাপদ। ১৮৪ এর চারটি রটারের মধ্যে যদি একটি বিকলও হয়ে পড়ে, বাকি তিনটি রটার এয়ারক্র্যাফটটিকে নিচে নামিয়ে আনতে পারবে।
তবে সবচেয়ে ভয়ংকর এবং মজার বিষয় হচ্ছে ড্রোনটি চলবে একেবারেই নিজের ইচ্ছেমতো। ককপিটে বসে থাকা যাত্রী শুধু একটি ট্যাবলেটে তার গন্তব্য এবং রুট ঠিক করে দেবেন। এ ছাড়া মাটিতে ল্যান্ড করা বা ড্রোন থেকে বের হওয়ার কাজটিও যাত্রী নিজে করতে পারবেন। বাদবাকি সব কাজ একাই করবে এহাং ১৮৪ ড্রোনটি।