ঝুঁকির মুখে ইন্টারনেট এক্সপ্লোরারের তিনটি সংস্করণ

Looks like you've blocked notifications!
মাইক্রোসফটের সিদ্ধান্তে বিপদে পড়বেন অনেক ব্যবহারকারী। ছবি : ম্যাশেবল

গতকাল ১২ জানুয়ারি থেকে মাইক্রোসফট তাদের ইন্টারনেট ব্রাউজার সফটওয়্যার ইন্টারনেট এক্সপ্লোরারের পুরোনো সংস্করণের হালনাগাদ বন্ধ করে দিয়েছে। পুরোনো সংস্করণের তালিকায় রয়েছে ইন্টারনেট এক্সপ্লোরার (আইই) ৮, ৯ ও ১০। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।

ইন্টারনেট এক্সপ্লোরারের এসব সংস্করণ নিয়ে মাইক্রোসফটের বেশ দুর্নাম রয়েছে। ধীরগতির পারফরম্যান্স ও নিরাপত্তার ঘাটতি নিয়ে বিভিন্ন সময়ে নানা অভিযোগ উঠেছে। আর এসব অভিযোগ খতিয়ে দেখে মাইক্রোসফট বিভিন্ন সময়ে হালনাগাদ করেছে এক্সপ্লোরারের এসব সংস্করণ।

নিরাপত্তা বা কারিগরি হালনাগাদ বন্ধ করে দিলেও এসব সংস্করণ আগের মতো ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। তবে সেটা অবশ্যই নিরাপত্তার ঝুঁকি নিয়ে।

পুরোনো সংস্করণগুলোর বদলে ব্যবহারকারীদের ইন্টারনেট এক্সপ্লোরারের হালনাগাদকৃত সংস্করণ ‘আইই ১১’ ব্যবহারের পরামর্শ দিয়েছে মাইক্রোসফট। তাদের ভাষায়, এই সংস্করণ নিরাপত্তা এবং গতির দিক থেকে পূর্ববর্তী সংস্করণের চেয়ে অনেক বেশি উন্নত। একই সঙ্গে তারা তাদের নতুন ইন্টারনেট ব্রাউজার ‘মাইক্রোসফট এজ’ ব্যবহারের জন্যও উদ্বুদ্ধ করছে সবাইকে।

বিশ্লেষকদের ধারণা, হালনাগাদ বন্ধ করার মাইক্রোসফটের এই সিদ্ধান্ত ইন্টারনেট ব্যবহারকারীদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। নেটমার্কেট শেয়ারের এক পরিসংখ্যানে বলা হয়েছে, ৪ দশমিক ১৮ শতাংশ ডেস্কটপ ব্যবহারকারী ‘আইই ১০’ ব্রাউজার ব্যবহার করছেন।

অন্যদিকে, ‘আইই৯’ ও ‘আইই ৮’ ব্যবহারকারীর সংখ্যা যথাক্রমে ৬ দশমিক ৬৭ ও ৮ দশমিক ৯৫ শতাংশ। তার মানে মোটামুটি ২০ শতাংশ ডেস্কটপ ব্যবহারকারী ভাইরাস, স্পাইওয়্যার কিংবা হ্যাকিংয়ের কবলে পড়ার ঝুঁকির মধ্যে রয়েছেন।