আলট্রাবুক থেকে নিমেষেই শক্তিশালী গেমিং পিসি!
চিন্তা করে দেখুন একবার। খুবই পাতলা একটি ল্যাপটপ, যেটি আপনি যেকোনো সময় যেকোনো জায়গায় নিয়ে যেতে পারেন। আবার সেই একই ল্যাপটপ দিয়ে বাড়ি ফিরে আপনি খেলতে পারবেন উন্নত গ্রাফিকসের শক্তিশালী সব গেম! গেমিং পিসি তৈরির জন্য বিখ্যাত প্রতিষ্ঠান রেজার এনেছে তাদের নতুন আলট্রাবুক ‘ব্লেড স্টেলথ’। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল-এর এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
প্রথমেই আসা যাক, ল্যাপটপটির বিভিন্ন স্পেসিফিকেশনের ব্যাপারে। নতুন এই ল্যাপটপে আছে ১২ দশমিক ৫ ইঞ্চির কোয়াডএইচডি (২৫৬০ X ১৪৪০ পিক্সেল) রেজ্যুলেশনের আইজিজেডও টাচস্ক্রিন স্ক্রিন। এর সঙ্গে রয়েছে ওয়াইড ভিউয়িং অ্যাঙ্গেল এবং একটি ক্রোমা-লিট কিবোর্ড। অর্থাৎ এই মেকানিক্যাল কিবোর্ডের প্রতিটি বাটনে এক কোটি ৬৮ লাখ আলাদা রং রয়েছে! এ ছাড়া ফোরকে টাচস্ক্রিনেরও একটি মডেল রয়েছে।
ওজনে ও আকারে রেজারের নতুন এই আলট্রাবুক পাল্লা দিতে পারে ম্যাকবুক এয়ারের সঙ্গে। ল্যাপটপটি মাত্র শূন্য দশমিক ৫২ ইঞ্চি পুরু এবং ওজন মাত্র ২ দশমিক ৭৫ পাউন্ড, যে কারণে একে বলা হচ্ছে ‘আলট্রাবুক’। রেজারের সবচেয়ে পাতলা এই ল্যাপটপে আছে ইউএসবি পোর্ট ৩ এবং নতুন ইউএসবি সি থান্ডারবোল্ট ৩ পোর্ট।
ল্যাপটপের ভেতরে রয়েছে সিক্সথ জেনারেশনের ইন্টেল কোর আই৭ ৬৫০০ইউ ডুয়েল-কোর প্রসেসর এবং ৮ জিবি র্যাম। ল্যাপটপটির দুটি মডেল বের হবে। কোয়াডএইচডি ডিসপ্লে মডেলের স্টোরেজ থাকবে ১২৮ জিবি কিংবা ২৫৬ জিবি এবং আলট্রা এইচডি ডিসপ্লে মডেলে থাকবে ২৫৬ জিবি কিংবা ৫১২ জিবি। এ ছাড়া ভেতরে থাকবে এইচডি গ্রাফিকস ৫২০।
ভাবছেন, এই ল্যাপটপ দিয়ে গেম খেলবেন কীভাবে? ল্যাপটপের ভেতরের গ্রাফিকস কার্ড ছাড়াও গেমারদের জন্য রেজার বিক্রি করছে রেজার কোর নামে একটি আলাদা গ্রাফিকস কার্ড ডক, যেটি ব্লেড স্টেলথ ল্যাপটপটির সঙ্গে থান্ডারবোল্ট ৩ ক্যাবলের মাধ্যমে সংযুক্ত করতে হবে। এই শক্তিশালী গ্রাফিকস কার্ড ডকে চলবে এমডি এবং এনভিডিয়ার বিখ্যাত সব গ্রাফিকস কার্ড। ল্যাপটপের সঙ্গে ডকটি সংযোগ করলেই সাদামাটা আলট্রাবুকটি পরিণত হবে এক শক্তিশালী গেমিং পিসিতে।
অর্থাৎ এই ল্যাপটপটি একই সঙ্গে দুটি সেবা দিতে পারবে। ওজনে হালকা এবং চিকন একটি ল্যাপটপ যেমনি আপনি ঘরে-বাইরে ইচ্ছামতো নিয়ে যেতে পারবেন, আবার সেই একই ল্যাপটপে আপনি খেলতে পারবেন যেকোনো গেম।
আকর্ষণীয় এই ল্যাপটপটির বিভিন্ন মডেলের মধ্যে সর্বনিম্নটির দামই হবে ৯৯৯ মার্কিন ডলার। এ বছরের প্রথমার্ধেই রেজার বাজারে আনবে ব্লেড স্টেলথ ও রেজার কোর। বিশ্বজুড়ে অনেক গেমারই মুখিয়ে আছেন ল্যাপটপটি হাতে নিতে। এরই মধ্যে এই ল্যাপটপ কনজ্যুমার ইলেকট্রনিক্স শোর (সিইএস) চলতি বছরের আসরে ‘এডিটর্স চয়েস অ্যাওয়ার্ড’ লুফে নিয়েছে।