কম দামে এইচটিসি ডিজায়ার ৬২৬
প্রথমদিকে অ্যানড্রয়েড নির্মাতারা ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট আর বেশি ফিচার সংবলিত দামি স্মার্টফোন নির্মাণে বেশি মনোযোগী ছিলেন। কিন্তু গত দু-তিন বছর ধরে এর চিত্র কিছুটা পাল্টেছে।
শাওমি, হুয়াওয়ে কিংবা মেইজুর মতো চীনা প্রতিষ্ঠানগুলো কম দামে অসাধারণ সব ফিচারের মোবাইল ফোন বিক্রি শুরু করলে নতুন এক চ্যালেঞ্জের মুখোমুখি হয় অ্যানড্রয়েড স্মার্টফোনের সফল নির্মাতা প্রতিষ্ঠানগুলো।
ফ্ল্যাগশিপ তৈরির পাশাপাশি স্যামসাং কিংবা এইচটিসির মতো প্রতিষ্ঠানগুলোও তাই বাজেট হ্যান্ডসেট নিয়ে কাজ করছে এখন। অর্থাৎ ক্রেতাদের নাগালের মধ্যে অত্যাধুনিক প্রযুক্তির ফোন নিয়ে আসতে চাইছে তারা।
তাইওয়ানের প্রতিষ্ঠান এইচটিসি তাদের বিখ্যাত ডিজায়ার সিরিজে নতুন একটি বাজেট স্মার্টফোন নিয়ে আসছে বাজারে। এইচটিসি ডিজায়ার ৬২৬ ডুয়েল সিম নামক হ্যান্ডসেটটি পাওয়া যাচ্ছে নীল ও সাদা দুটি রঙে।
ভারতের বাজারে স্মার্টফোনটির দাম রাখা হয়েছে ১৪ হাজার ৯৯০ রুপি। টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সংস্করণের একটি প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
নতুন এইচটিসি ডিজায়ার ৬২৬ ডুয়েল সিম সেটটিতে আছে ১২৮০x৭২০ পিক্সেল রেজ্যুলেশনের ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে। হ্যান্ডসেটটি চলবে ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেমে।
সেটটিতে কাজ করবে এইচটিসির বিখ্যাত সেন্স ইউআই। ডুয়েল সিমের এই ডিভাইসটিতে আছে ১.৭ গিগাহার্জ অক্টা-কোর মিডিয়াটেক এমটি৬৭৫২ প্রসেসর এবং ২ জিবি র্যাম। এর ভেতরে আছে ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ, যেটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে বাড়ানো যাবে ১২৮ জিবি পর্যন্ত।
এইচটিসির নতুন এই স্মার্টফোনে আছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার সঙ্গে এলইডি ফ্ল্যাশ এবং সামনে থাকছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
এইচটিসির অন্যান্য স্মার্টফোনের মতো এই হ্যান্ডসেটের সামনেও চমৎকার অডিওর জন্য থাকছে ডুয়েল স্পিকার। কানেকটিভিটির জন্য সেটটিতে রয়েছে ৪জি এলটিই, থ্রিজি, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস এবং আছে ২ হাজার এমএএইচ ব্যাটারি।
নতুন এই স্মার্টফোনের ব্যাপারে এইচটিসির দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট ফয়সাল সিদ্দিকী বলেন, ‘আমাদের ক্রেতারা ধীরে ধীরে স্টাইলিশ ফোরজি এলটিই স্মার্টফোনগুলোকেই বেছে নিচ্ছে এবং সঙ্গে প্রাধান্য দিচ্ছে দ্রুততর প্রসেসর, নেটওয়ার্ক স্পিড এবং অসাধারণ ব্যাটারি লাইফকে। তারা বেশ উন্নতমানের ভিডিও কন্টেন্ট তৈরি ও উপভোগ করছে এবং চেষ্টা করছে তাদের স্মার্টফোনকে যতটা সম্ভব নিজের মতো করে সাজাতে। আমরা জানি এক্সপান্ডেবল মেমোরি থাকলে তাদের জন্য ব্যাপারটি আরো সুবিধাজনক হয়। অসাধারণ মূল্যে এইচটিসি ডিজায়ার ৬২৬ ডুয়েল সিমের বিভিন্ন ফিচারের সঙ্গে ক্রেতারা বেশ মসৃণ এবং চমৎকার একটি অভিজ্ঞতা পেতে যাচ্ছে।’