বিনামূল্যে ফেসবুক বন্ধ করল ভারত

Looks like you've blocked notifications!
ভারতে ‘ফ্রি বেসিকস’ সেবার বিজ্ঞাপন। ছবি : এনডিটিভি

বিনামূল্যে ফেসবুক ব্যবহারের সেবা বন্ধ করে দিয়েছে ভারতের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। ‘ফ্রি বেসিকস’ নামে একটি ইন্টারনেট সেবার মাধ্যমে ফেসবুকসহ আরো কিছু ওয়েবসাইট বিনা খরচে ব্যবহার করতে পারতেন ব্যবহারকারীরা। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে ইন্টারনেটের সব ডেটাই একই মূল্যে ব্যবহার করতে হবে। 

গত বছরের নভেম্বরে এই সেবা চালুর পর ভারতে এর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন অনেক প্রযুক্তিবোদ্ধাই। এরপরও সারা ভারতে ৩৬ কোটির বেশি মানুষ ‘ফ্রি বেসিকস’ সেবা ব্যবহার করতেন।

 শহরে এই সেবাপ্রাপ্তি ও নির্দিষ্ট কিছু ওয়েবসাইট ব্যবহারে এতে ইন্টারনেট ‘নিরপেক্ষতার’ লঙ্ঘন হচ্ছিল বলেও দাবি করেছিলেন তাঁরা। বিষয়টি নিষ্পত্তির জন্য চলতি বছরের জানুয়ারি মাসের শুরুতে দেশটির উচ্চ আদালতে একটি রিট আবেদনও করা হয়েছিল।

‌এদিকে ভারতের এই ইন্টারনেট ‘নিরপেক্ষতার’ বিষয়ে কোনও আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি ফেসবুক কর্তৃপক্ষ। এনডিটিভি জানায়, কয়েক মাসজুড়ে বিনামূল্যে ইন্টারনেট সেবাদানের নেতিবাচক দিক নিয়ে অনেক আলোচনা হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই এই ব্যবস্থাটির বিরুদ্ধে ভিন্নমত গড়ে উঠেছিল।

অবশ্য ফেসবুকের সব তথ্য যে একেবারে বিনামূল্যে সরবরাহ করা যাবে না, এটা অনেক আগেই জানিয়েছিলেন জাকারবার্গ।