‘অ্যানড্রয়েড এন’-এর পরীক্ষামূলক সংস্করণ প্রকাশ

Looks like you've blocked notifications!
অ্যানড্রয়েডের পরবর্তী অপারেটিং সিস্টেম ‘অ্যানড্রয়েড এন’। ছবি : বিবিসি

গুগল তাদের পরবর্তী অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের পরীক্ষামূলক সংস্করণ উন্মুক্ত করেছে গত বৃহস্পতিবার। ‘অ্যানড্রয়েড এন’ ছদ্মনামে প্রকাশিত এই সিস্টেমে স্লিপ স্ক্রিন ও উন্নত নোটিফিকেশন ব্যবস্থা যুক্ত করা হয়েছে। বিবিসির এক প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে।

সাধারণত গুগল তাদের বার্ষিক ডেভেলপার সম্মেলনে অপারেটিং সিস্টেমের পরীক্ষামূলক সংস্করণ প্রকাশ করে থাকে। তবে এবার কিছুটা আগেই তারা ‘অ্যানড্রয়েড এন’ উন্মোচন করল।

গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, এ কাজের পেছনে তাদের বেশ কিছু উদ্দেশ্য রয়েছে। গুগল চায়, সব অ্যানড্রয়েড অপারেটিংয়ে চালিত স্মার্টফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো যেন ঠিক সময়ে তাদের নতুন অপারেটিং সিস্টেম হাতে পায়।

এ মুহূর্তে অ্যানড্রয়েড চালিত স্মার্টফোনের মাত্র ৩ শতাংশ অ্যানড্রয়েডের সর্বশেষ সংস্করণ মার্শম্যালো দ্বারা চালিত। এ প্রসঙ্গে অ্যানড্রয়েডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিরোশি লোকিমিয়ার বলেছেন, ‘এই মার্চেই পরীক্ষামূলক সংস্করণ প্রকাশ ও সবার মতামত সংগ্রহ করার ফলে আমরা তাদের মতামত অনুযায়ী উন্নতি সাধন করতে পারব। একই সঙ্গে আসছে গ্রীষ্মে আমরা স্মার্টফোন নির্মাতাদের হাতে পূর্ণাঙ্গ সংস্করণ তুলে দিতে পারব।’

গত সোমবার গুগল তাদের অপারেটিং সিস্টেম-সংক্রান্ত একটি পরিসংখ্যান প্রকাশ করে। সেখানে দেখা যায়, এখনো তাদের ললিপপ সংস্করণ সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে। প্রায় ৩৬ শতাংশ ডিভাইসে ব্যবহৃত হচ্ছে ললিপপ।

অন্যদিকে, প্রথমবারের মতো অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে যুক্ত হচ্ছে স্প্লিট স্ক্রিন সুবিধা। মাল্টিটাস্কিংয়ের জন্য বেশ সুবিধাজনক এই সুবিধা অ্যাপলের আইওএস কিংবা মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেমে যুক্ত রয়েছে।

এ সুবিধা চালু হলে অ্যানড্রয়েড ব্যবহারকারীরা একই সঙ্গে দুটি কিংবা তার বেশি অ্যাপে চালাতে পারবেন। তা ছাড়া পরিবর্তন আসছে নোটিফিকেশন ও সেটিংসেও। একই সঙ্গে ব্যাটারির উন্নতি সাধনের দিকেও মনোযোগী হয়েছে তারা।