টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ওপ্পোর নতুন স্মার্টফোন
টি-টোয়েন্টি বিশ্বকাপের উত্তাপ ছড়িয়ে পড়েছে ক্রিকেটপাগল সব দেশে। পিছিয়ে নেই প্রযুক্তি বিশ্বও। টি-টোয়েন্টি বিশ্বকাপকে ব্র্যান্ডিং করে স্মার্টফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠান ওপ্পো বাজারে এনেছে তাদের বিখ্যাত এফ১ সিরিজের নতুন একটি সেট।
ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সংস্করণের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসির আনুষ্ঠানিক গ্লোবাল পার্টনার হিসেবে মোবাইল ফোন ক্যাটাগরিতে থাকবে ওপ্পো।
ভারতের বাজারে ওপ্পোর নতুন এফ১ ডব্লিউটি-টোয়েন্টি স্মার্টফোনটির দাম ধরা হয়েছে ১৭ হাজার ৯৯০ রুপি।
সেটটির ব্যাকপ্যানেলে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের একটি লোগো রয়েছে। তবে এই টাকার মধ্যে ওপ্পো যে শুধু হ্যান্ডসেটটিই দিচ্ছে, তা না।
সেটটি কেনার সময় পুরো কিটের মধ্যে আরো থাকবে এবারের আসরের লোগো সংবলিত একটি চাবির রিং, একটি সেলফি স্টিক এবং আইসিসির লোগোসহ একটি ব্যাক কাভার।
ওপ্পোর নতুন এফ১ আইসিসি ডব্লিউ টি-টোয়েন্টি স্মার্টফোনে থাকছে ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লের সঙ্গে ১২৮০x৭২০ পিক্সেলস রেজ্যুলেশন। সঙ্গে আছে কর্নিং গরিলা গ্লাস ৪।
সেটটিতে আছে অক্টা-কোর কোয়ালকোম স্ন্যাপড্রাগন ৬১৬ প্রসেসরের সঙ্গে ৩ জিবি র্যাম। সেটটি কেনার সময় এতে থাকবে ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে মেমোরি বাড়ানো যাবে ১২৮ জিবি পর্যন্ত।
নতুন এই হ্যান্ডসেটটি চলবে ওপ্পোর নিজস্ব অপারেটিং সিস্টেম ‘কালার’-এ। যেটি অ্যানড্রয়েডের ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে বানানো।
অপ্পোর নতুন এই স্মার্টফোনে থাকবে এলইডি ফ্ল্যাশসমৃদ্ধ ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। আর সেলফি তোলার জন্য আছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
সেটটিতে কানেকটিভিটির জন্য রয়েছে ফোরজি, এলটিই, থ্রিজি, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস এবং আছে ২৫০০ এমএএইচ এর একটি শক্তিশালী ব্যাটারি।