‘হিয়ার ম্যাপ’-এর বিকল্প নিয়ে আসছে মাইক্রোসফট
অ্যাপ নিয়ে এমনিতে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের দুর্নামের শেষ নেই। এর মধ্যেও যে গুটিকয়েক অ্যাপ ব্যবহারকারীদের মন জয় করতে পেরেছিল, তার মধ্যে অন্যতম ছিল ‘হিয়ার ম্যাপ’।
কিন্তু এখন সেই অ্যাপটিও হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কায় ভুগছে উইন্ডোজ ফোন ব্যবহারকারীরা। তবে সেই দুশ্চিন্তা থেকে মুক্তি দিতে এগিয়ে এসেছে মাইক্রোসফট।
তারা দাবি করছে, হিয়ার ম্যাপ না থাকলেও কোনো সমস্যা নেই। কারণ এর চেয়ে আধুনিক এবং উন্নত ম্যাপের অ্যাপ নিয়ে আসছে রেডমন্ড ভিত্তিক এই টেক জায়ান্ট। ভারতীয় টিভি চ্যানেল এনডিটিভির অনলাইন সংস্করণে এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।
হিয়ার ম্যাপের পক্ষ থেকে যখন জানানো হয়েছিল মাইক্রোসফটের উইন্ডোজ টেন এবং উইন্ডোজ এইট প্লাটফর্মে আর ম্যাপটি পাওয়া যাবেনা তখন বেশ দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন উইন্ডোজ ব্যবহারকারীরা।
উইন্ডোজ ফোন ব্যবহারকারীদের মনে এই নিয়ে নানা প্রশ্ন জেগে উঠতে থাকে এরপর। কিন্তু হিয়ার প্রসঙ্গে কিছু না বলেই মাইক্রোসফট জানাল তারা এখন ব্যস্ত আছে তাদের নতুন ম্যাপিং অ্যাপ বানানোর কাজে।
এ ব্যাপারে মাইক্রোসফটের ম্যাপ দলের সদস্য ডেভ জানান, নতুন যে ম্যাপ অ্যাপটি উইন্ডোজ প্ল্যাটফর্মে আসছে, সেটিতে ড্রাইভিং মোডসহ আরো অনেক নতুন নতুন ফিচার যোগ করা হবে। তিনি বলেন, ‘আমরা এরপরও ব্যবহারকারীদের কাছ থেকে আমাদের অ্যাপের ব্যাপারে তাদের মতামত সংগ্রহ করতে থাকব।’
নতুন ফিচারগুলোর ব্যাপারে ডেভ বলেন, ‘আমরা দিকনির্দেশনার জন্য বিভিন্ন চিহ্ন যোগ করার চেষ্টা করছি। সার্চ করার সাথে সাথে রুট পেয়ে যাওয়া এবং পরামর্শ প্রদানের মতো সুবিধাগুলোও আমি নিয়ে আসছি।’
হিয়ার ম্যাপ গত মঙ্গলবার ঘোষণা করে যে তারা আর মাইক্রোসফটের সাথে থাকছে না এবং আগামী ২৯ মার্চ উইন্ডোজ টেন প্লাটফর্ম থেকে তারা তাদের অ্যাপ সরিয়ে নেবে।
জুন মাসের ৩০ তারিখের পর আর কখনো উইন্ডোজ টেন অপারেটিং সিস্টেমে চালিত ফোনে হিয়ার ম্যাপ ব্যবহার করা যাবে না। এছাড়া উইন্ডোজ এইটে যে ভার্সনটি রয়েছে, সেটিও আর সেভাবে আপডেট করা হবে না।