শাওমি নিয়ে এলো ৬৫ ইঞ্চি পর্দার নতুন অ্যানড্রয়েড টিভি

Looks like you've blocked notifications!
শাওমি নিয়ে এসেছে নতুন দুটি টিভি। ছবি : এনডিটিভি

চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি নিয়ে এসেছে নতুন একটি অ্যানড্রয়েড টিভি। গতকাল বুধবার চীনের রাজধানী বেইজিংয়ে নতুন এই টিভিটি উন্মুক্ত করা হয়।

মি টিভি ৩এস মডেলের এই টিভিটি চলবে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে। এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

টিভিটির দুটি সংস্করণ উন্মুক্ত করা হয়েছে। একটি ৬৫ ইঞ্চি ‘কার্ভড’ ফোরকে প্যানেল, আরেকটি ৪৩ ইঞ্চি ফ্ল্যাট এফএইচডি প্যানেল।

বাঁকানো পর্দার ‘শাওমি মি টিভি ৩এস’ তৈরি করেছে স্যামসাং। শাওমির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের এই টিভি বেশ পাতলা। এটি মাত্র ৫ দশমিক ৯ মিলিমিটার। এতে রয়েছে এমস্টার ৬এ৯২৮ টিভি প্রসেসর, ২ জিবি র‍্যাম, ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। 

এতে যোগ করা হয়েছে ডলবি এবং ডিটিএস অডিও ডুয়েল ডিকোডিং। এই টিভিতে রয়েছে ছয়টি আলাদা স্পিকারের সাউন্ড সিস্টেম।  

৪৩ ইঞ্চি পর্দার টিভিটি ১০ দশমিক ৯ মিলিমিটার পাতলা। এতে রয়েছে মেটাল বডি ও ফ্রেম। ফুল-এইচডি (১৯২০x১০৮০ পিক্সেলস) এই টিভিতে রয়েছে এমস্টার ৬এ৯০৮ প্রসেসর, ১ জিবি র‍্যাম, ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। এতে রয়েছে ডলবি ডিটিএস অডিও ডুয়েল কোডিং।

শাওমির নতুন দুই মডেলের টিভিই চলবে অ্যানড্রয়েড এমআইইউআই অপারেটিংয়ে।    

চীনের বাজারে ৬৫ ইঞ্চি পর্দার টিভিটির দাম রাখা হয়েছে আট হাজার ৯৯৯ চীনা ইয়েন। আর ৪৩ ইঞ্চির টিভিটির দাম রাখা হয়েছে এক হাজার ৭৯৯ চীনা ইয়েন।