এখনো নাগালের বাইরে আইফোন

Looks like you've blocked notifications!
উন্নয়নশীল বিশ্বের সাধারণ ক্রেতাদের কাছে এখনো আইফোন সাধ্যের বাইরে। ছবি : এনবিসি

অপেক্ষাকৃত সস্তা ও ছোট আকারের নতুন আইফোন দিয়ে উন্নয়নশীল বিশ্বের স্মার্টফোন বাজারে নিজেদের পড়তি অবস্থানের পরিবর্তন করার চেষ্টা করছে অ্যাপল।

তবে প্রযুক্তি বাজার বিশেষজ্ঞরা অ্যাপলের কর্তাব্যক্তিদের বিশেষ কোনো সুখবর দিচ্ছেন না। তাঁদের মতে, অ্যাপলের নতুন মডেল ‘আইফোন এসই’ উন্নয়নশীল বিশ্বে বিশেষ জনপ্রিয়তা পাবে না। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের অনলাইন সংস্করণে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, উন্নয়নশীল বিশ্বে মুদ্রার মানের ক্ষেত্রে যে অস্থিরতা বিরাজ করছে, তা আইফোনের ব্যবসায় ভালোই প্রভাব ফেলবে। অতীতে এসব বাজারে অপেক্ষাকৃত কমদামি চীনা ফোনগুলো সবচেয়ে জনপ্রিয় ছিল।

সে কথা মাথাই রেখেই অ্যাপল মাত্র ৩৯৯ ও ৪৯৯ মার্কিন ডলারের দুটি সংস্করণ নিয়ে এসেছে। গত এক বছরে ডলারের তুলনায় রাশিয়া, চীন, ভারত ও ব্রাজিলের মুদ্রার মানের বেশ বড় দরপতন ঘটেছে।

অ্যাপলের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যমতে, চীনে আইফোন এসইর দাম পড়বে ৫০৫ মার্কিন ডলার, ভারতে ৫৯০ ডলার ও রাশিয়ায় ৫৫৭ ডলার। ফলে এই ফোন অন্তত যুক্তরাষ্ট্রের বাইরের ভোক্তাদের কাছে দামি ফোনের তালিকাতেই থাকবে।

অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুকের ভাষ্যমতে, অ্যাপল ভারত বা চীনের মতো বৃহৎ বাজারগুলোতে প্রবেশের জন্য আগ্রহী।

তবে বর্তমান অবস্থায় রমরমা ব্যবসা চালিয়ে যেতে থাকা চীনা প্রতিষ্ঠানগুলোকে কীভাবে অ্যাপল টেক্কা দেয়, সেটাই দেখার বিষয়।