রোবটের কারণে রেস্টুরেন্ট বন্ধ!

Looks like you've blocked notifications!
চীনের চেইন রেস্টুরেন্ট ‘হেইয়েলাই’ তাদের রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে রেখেছিল রোবটদের। ছবি : দ্য ভার্জ

সায়েন্স ফিকশন সিনেমাগুলোতে প্রায়ই দেখা যায়, মানুষের পক্ষে যা সম্ভব নয়, সেসব কাজ করে রোবট। এমনকি রোবটরা পৃথিবী শাসন করছে। 

কিন্তু সত্যি যদি রোবটরা পৃথিবী দখল করে নেয়, তাহলে ফলাফল খুব একটা ভালো হবে না। কারণ, কিছুদিন আগেই চীনে রোবটদের কারণে দুটি রেস্টুরেন্ট বন্ধ করে দিতে হয়েছে। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ। 

কারণ, মানুষের মতো রোবটের তাৎক্ষণিক বুদ্ধি নেই। রোবটগুলো তাদের নিয়ন্ত্রিত ক্ষমতার মধ্যেই কাজ করে। চীনের চেইন রেস্টুরেন্ট ‘হেইয়েলাই’ তাদের রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে রেখেছিল রোবটদের। 

তাদের তিনটি শাখায় ওয়েটার হিসেবে রোবট নিয়োগ দেওয়া হয়েছিল। আর এসব রোবটের পেছনে তাদের খরচ ছিল সাত হাজার মার্কিন ডলার। 

এর মধ্যে দুটি শাখা এরই মধ্যে বন্ধ করে দিতে হয়েছে। কারণ, এসব রোবট নাকি কোনো কাজেরই নয়। আর তৃতীয়টি বন্ধ না হলেও রোবট ওয়েটার সরিয়ে নেওয়া হয়েছে। 

রেস্টুরেন্টের একজন ওয়েটার এসব রোবট সম্পর্কে বলেন, ‘রোবটগুলো ঠিকভাবে গরম স্যুপ বা পানি পরিবেশন করতে পারে না। গ্রাহকদের কাছ থেকে ঠিকমতো খাবারের অর্ডারও নিতে পারে না। তার ওপরে প্রায়ই কাচের জিনিসপত্র ভেঙে ফেলত।’ 

তবে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সাংহাই লিস্ট জানিয়েছে, রোবটগুলোর মেরামত ও দেখভালের খরচ ওয়েটারদের বেতনের তুলনায় কম ছিল।