হোয়াটসঅ্যাপের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ব্রাজিল

প্রায় তিন দিন বন্ধ থাকার পর ব্রাজিল সরকার সামাজিক যোগাযোগ অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। মার্কিন বার্তা সংস্থা সিএনএনের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
চলতি সপ্তাহের সোমবার ব্রাজিলের সেরগিপে প্রদেশের একজন বিচারক সব মোবাইল ফোন অপারেটরদের হোয়াটসঅ্যাপ-সংক্রান্ত সেবা প্রদান বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন। মাদক পাচারবিষয়ক কিছু তথ্য দিতে অস্বীকার করায় হোয়াটসঅ্যাপের ওপর এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
নিষেধাজ্ঞার জবাবে হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান ফেসবুক আপিল করে ব্রাজিল সরকারের কাছে। ফলে ব্রাজিলের আদালত পুনরায় তাদের কার্যক্রম চালানোর অনুমতি দেন।
যদিও কবে নাগাদ সাধারণ ব্রাজিলীয়রা আবার এই অ্যাপ ব্যবহার করতে পারবেন, তা নিয়ে কিছুই বলা হয়নি আদালতের আদেশে।
হোয়াটসঅ্যাপের প্রধান নির্বাহী জ্যান কুম এক ফেসবুক পোস্টে জানান, ‘ব্রাজিল সরকার এমন কিছু তথ্য চেয়েছে, যা আমাদের কাছে নেই। এই মেসেজিং অ্যাপে এনক্রিপ্টেড মেসেজ পাঠালে সেগুলোর পাঠোদ্ধার করা আমাদের পক্ষে সম্ভব হয় না। তা ছাড়া হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ব্যবহারকারীদের চ্যাটের ইতিহাসও সংরক্ষণ করে না।’
অবশ্য হোয়াটসঅ্যাপের ওপর এমন নিষেধাজ্ঞা জারির ঘটনা এটাই প্রথম নয়। গত বছর ডিসেম্বরে সাও পাওলোর একজন বিচারক ৪৮ ঘণ্টার জন্য নিষিদ্ধ করেছিলেন হোয়াটসঅ্যাপ। বর্তমানে ব্রাজিলে প্রায় ১০ কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন।