সহজ অনুমানযোগ্য পাসওয়ার্ড গ্রহণ করবে না মাইক্রোসফট
চাইলে আপনি বোকার মতো পাসওয়ার্ড দিতে পারেন, কিন্তু মাইক্রোসফট সে পাসওয়ার্ড আর গ্রহণ করবে না। অলসতার জন্য ‘123456’ কিংবা ‘password’-এর মতো সহজ অনুমানযোগ্য পাসওয়ার্ড দিলে মাইক্রোসফট সেটি আর গ্রহণ করবে না।
এর পরিবর্তে নতুন কোনো পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। তবে মাইক্রোসফটের এই কড়াকড়ি আপনার নিজেরই নিরাপত্তার জন্য। বিশ্বজুড়ে সব অলস ব্যক্তির অ্যাকাউন্ট হ্যাকিং থেকে রক্ষা করতে মাইক্রোসফট এই সিদ্ধান্ত নিয়েছে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য নেক্সট ওয়েবের একটি প্রতিবেদনে বলা হয়েছে, মাইক্রোসফটের নতুন এই প্রকল্পের নাম হচ্ছে ‘ডাইনামিক্যালি ব্যানড্।’
প্রকল্পটির জন্য ওয়াশিংটনভিত্তিক এই সফটওয়্যার জায়ান্ট রীতিমতো একটি পাসওয়ার্ডের তালিকা বানিয়ে ফেলেছে, যেখানে জায়গা করে নিয়েছে অধিক মাত্রায় ব্যবহৃত কিংবা আগে চুরি হয়েছে এমন সব পাসওয়ার্ড।
যদি সেই তালিকা থেকে কোনো পাসওয়ার্ড কেউ ব্যবহার করতে চায়, মাইক্রোসফট সেটি গ্রহণ করতে অস্বীকৃতি জানাবে এবং জোর করবে নতুন কোনো পাসওয়ার্ড চিন্তা করতে, যেগুলো জটিল এবং অনুমানযোগ্য নয়। যেকোনো ধরনের মাইক্রোসফট আইডির জন্য এই নীতি প্রযোজ্য।
এ ছাড়া অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করতে মাইক্রোসফটের রয়েছে লকআউট মোড। অর্থাৎ কেউ যদি বেশ কয়েকবার ভুল পাসওয়ার্ড দিয়ে ঢোকার চেষ্টা করে কোনো অ্যাকাউন্টে, তখন ধারণা করা হয় কেউ সে আইডির পাসওয়ার্ড অনুমান করার চেষ্টা করছে।
হ্যাক হওয়ার আশঙ্কা থাকায় তখন মাইক্রোসফট সঙ্গে সঙ্গে আইডি লক করে দেয়। অর্থাৎ এর পর সঠিক পাসওয়ার্ড দিলেও আইডিতে আর লগ-ইন করা সম্ভব হবে না।
তবে মাইক্রোসফট জানিয়েছে আরেকটি মজার তথ্য। লকআউটের ঘটনার ক্ষেত্রে শতকরা ৫৬ জন আসলেই হ্যাকার থাকে। আর বাকি ৪৬ জন হচ্ছে সেসব অভাগা, যারা নিজেদের পাসওয়ার্ড ভুলে যায়। তাই নিজের পাসওয়ার্ড সঠিকভাবে মনে রাখাটাও ব্যবহারকারীদের জন্য বেশ গুরুত্বপূর্ণ বর্তমানে।
কীভাবে পাবেন শক্তিশালী পাসওয়ার্ড? মাইক্রোসফট জানায়, কমপক্ষে আটটি ক্যারেক্টার ব্যবহার করুন, সঙ্গে কিছু চিহ্ন ও সংখ্যা। আর নিজের বন্ধু, প্রেমিকা, সন্তান, বাবা-মা, পোষা কুকুর কিংবা বিখ্যাত কোনো সিনেমার নাম না দিয়ে এমন কিছু ব্যবহার করুন, যা হয়তো আপনার পারিপার্শ্বিকতা এবং ব্যক্তিগত জীবনের সঙ্গে খুব একটা সম্পর্কযুক্ত নয়। কারণ হ্যাকাররা সব সময় আপনার প্রিয় জিনিসপত্রের নাম লিখেই পাসওয়ার্ড অনুমান করার চেষ্টা শুরু করবে।