আইফোনকে শিয়াওমির চ্যালেঞ্জ

নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে এনেছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান শিয়াওমি। ‘এমআই নোট’ নামে এই নতুন মোবাইল ফোনটি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেবে আইফোনকে, এমনটাই আশা করছে শিয়াওমি। ম্যাশেবলের প্রযুক্তিবিষয়ক পাতায় প্রকাশ হয়েছে এই চ্যালেঞ্জের খবর।
আইফোনের বর্তমান ফ্ল্যাগশিপ মডেল আইফোন-৬ প্লাসের সঙ্গে লড়াই হলেও ‘এমআই নোট’ দেখতে মোটেও আইফোনের মতো নয়। নতুন পণ্যে ভিন্নতা আনার পেছনে রয়েছে ছোট্ট একটি ইতিহাস। এর আগে অ্যাপলের আইপ্যাডের সঙ্গে পাল্লা দেওয়া শিয়াওমির ‘এমআই প্যাড’ দেখতে আইপ্যাডের মতই ছিল কি না! দেখতে ভিন্ন তাদের এই নতুন ফোনকে সরাসরি আইফোনের সঙ্গে তুলনা করতে মোটেও দ্বিধা করেনি শিয়াওমি।
প্রদর্শনীর সময় প্রতিষ্ঠানটি জানায়, ‘এমআই নোট’ তুলনামূলকভাবে আইফোন-৬ প্লাসের চেয়ে হালকা (১৬১ গ্রাম) ও পাতলা। আইফোন-৬ প্লাসের (৫ দশমিক ৫ ইঞ্চি) চেয়ে আকারেও শিয়াওমির মোবাইল ফোন সামান্য বড় (৫ দশমিক ৭ ইঞ্চি)। বাইরের আবরণ ধাতব কাঠামোর, আর সঙ্গে রয়েছে কার্ভ গরিলা গ্লাস ৩-এর ডিসপ্লে। একনজরে শিয়াওমির এই নতুন মোবাইল ফোনটিকে দৃষ্টিনন্দনই বলা যায়।
নতুন এই ফোন বাজারে আসবে কয়েক প্রকারে। এখন বেজ মডেল ছাড়া হলেও পরে বাজারে ছাড়া হবে প্রিমিয়াম ‘প্রো’ মডেল। মূল মডেলটি চীনের প্রযুক্তি বাজারে আসবে আগামী সপ্তাহে, জানুয়ারির ২৭ তারিখে। এর স্ক্রিন রেজ্যুলুশন হবে ১০৮০ পিক্সেল, ২ দশমিক ৫ গিগাহার্টজ কোয়াড-কোর প্রসেসর, ৩ জিবি র্যাম, ১৩ মেগাপিক্সেল ক্যামেরা আর সামনে থাকছে ৪ মেগাপিক্সেল ক্যামেরা। ফোনটিতে দুটি সিম একসঙ্গে ব্যবহারের সুবিধাও থাকবে। ডিজিটাল থেকে অ্যানালগ অডিও কনভার্টারের একটি বিশেষ ফিচার থাকছে এই নতুন ফোনে, সঙ্গে ডুয়াল অডিও অ্যাম্পলিফায়ার। ছোট বা বড়—যেমন হেডফোনই ব্যবহার করা হোক না কেন, দারুণ অডিওর নিশ্চয়তা দিচ্ছে এই ফিচার। এর দাম চীনের বাজারে নির্ধারিত করা হয়েছে দুই হাজার ২৯৯ ইয়ুন (৩৭১ মার্কিন ডলার)।
মার্চ মাসের দিকে আসবে এর প্রিমিয়াম ‘প্রো’ মডেল। এর বৈশিষ্ট্য যে একটু জবরদস্ত হতে যাচ্ছে, তা নাম শুনেই খানিকটা আঁচ করতে পারছেন নিশ্চয়ই! এর কোয়াড এইচডি স্ক্রিনটির রেজ্যুলুশন হবে ২৫৬০X১৪৪০ পিক্সেল। প্রসেসর হবে ২ গিগাহার্টজ অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৮১০, ৪ জিবি র্যাম, অ্যাড্রিনো ৪৩০ জিপিইউ এবং ৬৪ জিবি ইন্টারনাল মেমোরি। এই মডেলের দাম নির্ধারিত হয়েছে তিন হাজার ২৯৯ ইয়ুন (৫৩৩ মার্কিন ডলার)।
চীনের বাজারের বাইরে অবশ্য কোথায় বা কবে থেকে এই ফোন পাওয়া যাবে, এ বিষয়ে কোনো তথ্য জানায়নি শিয়াওমি কর্তৃপক্ষ।