ইয়াহুর ৫০ কোটি গ্রাহকের তথ্য চুরি

Looks like you've blocked notifications!
দ্রুত পাসওয়ার্ড পরিবর্তনের জন্য গ্রাহকদের আহ্বান জানিয়েছে ইয়াহু। ছবি : ম্যাশেবল

ইয়াহুর ৫০ কোটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি করেছে হ্যাকাররা। প্রযুক্তি প্রতিষ্ঠানটি এ খবর নিশ্চিত করে জানিয়েছে, গ্রাহকের নাম, ই-মেইল ঠিকানা, জন্মতারিখ, টেলিফোন নম্বর ও পাসওয়ার্ড চুরি হয়েছে।

২০১৪ সালের ওই ঘটনাকে বলা হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলা। ইয়াহুর দাবি, রাষ্ট্রীয় মদদে হামলাটি চালানো হয়।

ইয়াহু এক বিবৃতিতে জানিয়েছে, তাদের অ্যাকাউন্টের বিপরীতে করা কিংবা এর সঙ্গে সম্পর্কিত ব্যাংক অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ডের তথ্য চুরি করতে পারেনি হ্যাকাররা।

দ্রুত পাসওয়ার্ড পরিবর্তনের জন্য গ্রাহকদের প্রতি আহ্বান জানিয়েছে ইয়াহু। বর্তমানে এর মোট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১০০ কোটি।

চলতি বছরের আগস্টে 'পিস' নামে পরিচিত একজন হ্যাকার ইয়াহুর ২০ কোটি ব্যবহারকারীর তথ্য বিক্রি করতে চায় বলে জানায়। এর মাধ্যমে অ্যাকাউন্টের তথ্য চুরির বিষয়টি প্রথম ইয়াহুর নজরে আসে।

তদন্তে জানা গেছে, ২০১৪ সালের ওই সাইবার হামলার ঘটনা সম্পর্কে কোনো ধারণাই ছিল না ইয়াহুর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের ।

চলতি বছরের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের টেলিকম কোম্পানি ভেরাইজোন ৪৮৩ কোটি মার্কিন ডলারে ইয়াহুকে কিনে নেয়। ভেরাইজোন বলছে, দুদিন আগে পর্যন্ত তারা এ বিষয়ে কিছুই জানত না।

ইয়াহুার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি তদন্তে কাজ শুরু করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।