স্মার্টফোনের জন্য নতুন সাপের খেলা
এই শতকের শুরু থেকে যদি আপনি মোবাইল ফোন ব্যবহার করা শুরু করে থাকেন তাহলে অবশ্যই আপনি মোবাইল ফোনে স্নেক গেম খেলেছেন । ১৯৯৭ সালে নোকিয়া ৬১১০ মডেলের মোবাইল ফোনে সর্বপ্রথম প্রিলোডেড গেম হিসেবে যাত্রা শুরু করে স্নেক গেম। দুনিয়াজুড়ে লাখ লাখ মোবাইল ফোন ব্যবহারকারীর প্রিয় স্নেক গেম। যেখানে স্ক্রিনজুড়ে সাপ তার খাবারের জন্য এগোতে থাকে এবং খাবার খেয়ে ধীরে ধীরে বড় হতে থাকে।
১৯৭০ এর দশকে কম্পিউটারের জন্য গেমটি তৈরি করা হয়েছিল। নোকিয়ার স্নেক গেমটি ডিজাইন করেছিলেন টানেলি আর্মান্তো। নোকিয়ার মতে, ৬১১০ মডেলে প্রথম ব্যবহারের পর এখন পর্যন্ত বিশ্বজুড়ে চার কোটি মোবাইল ফোন ব্যবহারকারী গেমটি খেলেছেন। পৃথিবীর ইতিহাসে অন্যতম জনপ্রিয় মোবাইল গেম এটি।
দীর্ঘ বিরতির পর গেমটির ডিজাইনার আর্মান্তো আবার নতুন করে ডিজাইন করেছেন গেমটি। ফিনল্যান্ডের তুরকুতে অবস্থিত রুমিলাস ডিজাইন নামক একটি প্রতিষ্ঠানের সাথে মিলে গেমটির আধুনিক সংস্করণ তৈরি করেছেন আর্মান্তো।
নতুন এই সংস্করণে আগের সবকিছুর সাথে নতুন কিছু নিয়ম যোগ করা হয়েছে। এই সংস্করণের নাম দেওয়া হয়েছে স্নেক রিওয়াইন্ড। এতে সাপের জন্য নতুন ফল এবং খাবার যোগ করা হয়েছে।
সুসংবাদ হচ্ছে অ্যানড্রয়েড, উইন্ডোজ এবং আইওসের জন্য উপযোগী গেমটির আলাদা তিনটি সংস্করণ নিয়ে কাজ করছেন এর ডেভেলপাররা। আগামী ১৪ মে থেকে গেমটি অ্যাপ স্টোরে পাওয়া যাবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।