ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬ : তরুণদের আগ্রহের শীর্ষে ‘রিভ অ্যান্টিভাইরাস’

Looks like you've blocked notifications!

ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬তে তরুণদের নজর কেড়েছে ‘রিভ অ্যান্টিভাইরাস’। ১৯ অক্টোবর থেকে রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে এই প্রযুক্তি বিষয়ক নিরাপত্তা পণ্য প্রদর্শন করছে রিভ সিস্টেমস।

রিভ অ্যান্টিভাইরাসের সিইও সঞ্জিত চ্যাটার্জি এ বিষয়ে বলেন, ‘আইপিভিত্তিক যোগাযোগ খাতে এক যুগ ধরে সুনামের সাথে সেবা দিয়ে আমরা এবার অবদান রাখতে চাই সম্ভাবনাময় আইটি সিকিউরিটি খাতে। সে লক্ষ্যে আমরা বাজারে নিয়ে এসেছি সর্বাধুনিক ভাইরাস সুরক্ষাসহ অ্যাডভান্সড প্যারেন্টাল কন্ট্রোলসমৃদ্ধ রিভ অ্যান্টিভাইরাস।’

সঞ্জিত চ্যাটার্জি আরো বলেন, ‘একজন পার্সোনাল কম্পিউটার বা স্মার্ট ফোন ব্যবহারকারীর ডিভাইস এবং তথ্য সম্পূর্ণ নিরাপদ রাখতে এই অ্যান্টিভাইরাস অতুলনীয়। রিয়েল টাইম মোবাইল অ্যাপের সাহায্যে অ্যাডভান্সড প্যারেন্টাল কন্ট্রোল, হাই ডিটেকশন রেটে টার্বো স্ক্যান, ম্যালওয়্যার প্রটেকশন ও সুপ্রিম পিসি টিউনআপ ছাড়াও রিভের ব্যবহারকারীদের জন্য থাকছে ২৪*৭ লাইভ সাপোর্ট ও কাস্টমার কেয়ার।’

এ ছাড়া ‘রিভ অ্যান্টিভাইরাস’ শিগগিরই ভারত ও নেপালে রপ্তানি করা হবে। সন্তান ইন্টারনেটে কী করছে তা জানতেও এটি কার্যকর। ইনস্টলকৃত পিসি থেকে ইন্টারনেটে কী ব্রাউজ করা হচ্ছে বা রিভ অ্যান্টিভাইরাস মুছে ফেলার চেষ্টা করা হলেও এটি মোবাইলেই তাৎক্ষণিক নোটিফিকেশন পাঠাতে সক্ষম।