উইন্ডোজের সলিটার গেমের ২৫ বছর
যাঁরা অনেক দিন ধরে মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে আসছেন, তাঁদের কাছে ‘সলিটার গেম’ নিশ্চয়ই অপরিচিত নয়। জনপ্রিয় এই গেম পূর্ণ করতে যাচ্ছে তার ২৫তম বছর। এ উপলক্ষে গেমটির ডেভেলপার প্রতিষ্ঠান মাইক্রোসফট অনলাইনে আয়োজন করতে যাচ্ছে সলিটার প্রতিযোগিতা। এ খবর জানিয়েছে তথ্যপ্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ।
মাইক্রোসফটের সলিটার গেমটি প্রথম বাজারে আসে ১৯৯০ সালে উইন্ডোজ ৩.০ অপারেটিংয়ের সঙ্গে। এর পর উইন্ডোজের পরবর্তী প্রায় প্রতিটি অপারেটিং সিস্টেমেই এই গেম প্রি-লোডেড গেম হিসেবে মুক্তি পায়।
তবে ছেদ ঘটে উইন্ডোজ-৮-এ এসে। যদিও ব্যবহারকারীরা অনলাইন অ্যাপ্লিকেশন স্টোর থেকে সহজেই ডাউনলোড করে নিতে পারেন গেমটি। আসছে উইন্ডোজ-১০-এ অবশ্য প্রি-লোডেড হিসেবেই ফিরে আসছে তুমুল জনপ্রিয় এই গেমটি। এ তথ্য নিশ্চিত করেছে মাইক্রোসফট। ২৫তম বর্ষপূর্তি এবং একই সঙ্গে গেমটির পুনরাবির্ভাবের বিষয়টি মাথায় রেখেই অনলাইন প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
অনলাইন সলিটার প্রতিযোগিতা শুরু হবে আগামী ৫ জুন থেকে। তবে পৃথিবীব্যাপী এই কর্মযজ্ঞ শুরুর আগে শুধু মাইক্রোসফটের কর্মীদের মধ্যে আয়োজিত হবে একটি প্রতিযোগিতা। বিজয়ী গেমার লড়বে সারা দুনিয়ার সেরা সব সলিটার গেমারের সঙ্গে। আর তাদের শেষ করতে হবে ফ্রি সেল, ট্রাইপিক, পিরামিড সলিটারসহ সব কয়টি লেভেল!
তবে পুরস্কার হিসেবে কী থাকছে, সে বিষয়ে মুখ খোলেনি মাইক্রোসফট। টেক জায়ান্ট এই প্রতিষ্ঠান এ ক্ষেত্রে কী চমক দিতে যাচ্ছে, এ ব্যাপারে বেশ আগ্রহী গেমার কমিউনিটির সবাই।