এবার চালকবিহীন গাড়ি তৈরি করবে অ্যাপল

Looks like you've blocked notifications!
অ্যাপল এই প্রথম চালকবিহীন গাড়ি নির্মাণে বিনিয়োগের কথা স্বীকার করল। ছবি : ম্যাকওয়ার্ল্ড

গুগলের পর এবার চালকবিহীন গাড়ি তৈরি করবে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। অনেক দিন ধরেই এমন জল্পনা শোনা যাচ্ছিল। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই প্রথম এমন উদ্যোগের কথা জানানো হলো।

যুক্তরাষ্ট্রের পরিবহন-সংক্রান্ত নিয়ন্ত্রক সংস্থার কাছে দেওয়া এক চিঠিতে অ্যাপল জানিয়েছে, চালকবিহীন গাড়ির ভবিষ্যৎ সম্ভাবনার ব্যাপারে তারা খুবই আগ্রহী।

বেশ কিছু প্রযুক্তি প্রতিষ্ঠান এরই মধ্যে চালকবিহীন গাড়ি তৈরির কাজ শুরু করে দিয়েছে।

যুক্তরাষ্ট্রের নামী গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড ২০২১ সালের মধ্যে স্বয়ংক্রিয় গাড়ি রাস্তায় নামানোর পরিকল্পনা করেছে। প্রতিষ্ঠানটির দাবি, অ্যাপলও এমন গাড়ি তৈরি করবে বলে তারা ধারণা করছে।

অ্যাপল এরই মধ্যে গাড়ি-সংক্রান্ত কিছু ইন্টারনেট ডোমেইন নাম রেজিস্ট্রার করেছে, যেমন অ্যাপল ডট কার এবং অ্যাপল ডট অটো।

যুক্তরাষ্ট্রের অপর বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল  চালকবিহীন গাড়ি রাস্তায় নামিয়ে পরীক্ষা এরই মধ্যে শুরু করেছে।

আর বৈদুত্যিক গাড়ি নির্মাতা টেজলা ঘোষণা করেছে, এখন থেকে তারা যত গাড়ি বানাবে, তার সবকটিতেই স্বয়ংক্রিয়ভাবে চালানোর প্রযুক্তি সংযুক্ত থাকবে।