মূত্র ও ঘাম থেকে পানীয় জল তৈরি করলেন নাসার বিজ্ঞানীরা
মহাকাশে মূত্র এবং ঘাম থেকে পানীয় জল তৈরি করলেন নাসার বিজ্ঞানীরা। এর মাধ্যেমে নতুন মাইলফলক স্পর্শ করলেন নাসার বিজ্ঞানীরা।
ভারতীয় অনলাইন পোর্টাল আনন্দবাজার প্রত্রিকার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
মানুষের শরীর থেকে নিঃসৃত তরল বর্জ্য থেকে ৯৮ শতাংশ শুদ্ধ পানীয় জল তাঁরা বের করতে পেরেছেন। এই সাফল্যকে নতুন এক মাইলফলক হিসাবে দেখছে নাসা।
মহাকাশে নাসার আন্তর্জাতিক স্পেস স্টেশন (আইএসএস)-এ যে মহাকাশচারীরা আছেন, দীর্ঘ দিন ধরেই তাঁরা জলের সমস্যার সমাধানের চেষ্টা করছিলেন। এই নিয়ে চলছিল নানা পরীক্ষা-নিরীক্ষা এবং গবেষণা।
অবশেষে পানীয় জল তৈরিতে সাফল্য মিলেছে। ঘাম এবং মূত্র থেকে পান করার যোগ্য জল বার করতে পেরেছেন তাঁরা।