আয় বাড়াতে সাংবাদিকদের যে সুখবর দিলেন ইলন মাস্ক

Looks like you've blocked notifications!
ইলন মাস্ক। ফাইল ছবি এএফপির

বর্তমানে একের পর এক আলোচনায় আসছেন ইলন মাস্ক। গত বছরের অক্টোবরে টুইটার কিনে নেওয়ার পরপরই এই সামাজিক যোগাযোগ মাধ্যমটিকে শীর্ষে নিতে যেন লেগেপড়ে আছেন তিনি। গত মাসে বদলে যায় টুইটারের লোগো। ২০০৬ সালের ২১ মার্চ প্রতিষ্ঠিত এই টুইটারের লোগোতে সেখানে ছিল নীল পাখি, সেখানে শোভা পেতে শুরু করে এক্স।

এরপর একের পর এক নানা সিদ্ধান্তে আলোচনায় ইলন মাস্ক। আজ মঙ্গলবার (২২ আগস্ট) আরও এক ঘোষণা দিলেন তিনি। ঘোষণাটি সাংবাদিকদের জন্য। সেখানে যে প্রস্তাব তিনি দিয়েছেন, তা সুখবরই বটে। এক্সে পোস্ট করা প্রস্তাবে তিনি দিয়েছেন, সাংবাদিকদের আয় বাড়ানোর খবর।

ইলন মাস্ক লিখেছেন, ‘আপনি যদি একজন সাংবাদিক হন, যিনি লেখার স্বাধীনতা ও উচ্চ আয় চান, তাহলে এই প্ল্যাটফর্মে সরাসরি লেখা প্রকাশ করুন।’