মধুপুরে ৬০ জনের কর্মসংস্থান করেছে রাব্বি আইটি ফার্ম
ছেলেবেলা থেকেই ইন্টারনেটের প্রতি অনেক আগ্রহ ছিল মোহাম্মদ রেজওয়ান আহমেদ রাব্বির। এর পরে ২০১৪ সালে সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করে টাঙ্গাইলে চলে যান তিনি। শুরুতে বাড়িতে বসে গুগল অ্যাডসেন্স থেকে কিছু কিছু উপার্জন করতে থাকেন। এরপর সিদ্ধান্ত গ্রহণ করেন একটা টিম বানিয়ে বড় আকারে কাজ করবে। রাব্বি জানান, আমি ৩-৪ জন বন্ধুকে নিয়ে বাসায় একটা কক্ষে অফিস তৈরি করে কাজ শুরু করি। তারপর, আমি সিদ্ধান্ত গ্রহণ করি ঢাকায় গিয়ে বিএসসি শেষ করব এবং পড়াশুনার পাশাপাশি কাজও করতে পারব। প্রথম সেমিস্টার করার পরে আমি আর কন্টিনিউ করতে পারিনি। কারণ তখন আমার পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিল না।
২০১৮ সালের দিকে আমার ভালো ইনকাম হচ্ছিল ফাইবার এবং গুগল অ্যাডসেন্স থেকে। কিন্তু আবার কোনো কারণে সব কোম্পানি তাদের অ্যাডস সরিয়ে নেয়। এর পরে আমরা এসইও-এর কাজ শুরু করি এবং পাশাপাশি ফাইভের কাজ করা শুরু করি পুরোদমে। আমি নিজেও সরকারের আইসিটি বিভাগের ফ্রিলান্সার কার্ড পেয়েছি। এ ছাড়া আমি বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সদস্য হিসেবেও কাজ করছি।
আমাদের কাজের চাহিদা তৈরি হওয়ায় আমি রাব্বি আইটি ফার্ম নামে একটি প্রতিষ্ঠান তৈরি করি। টাঙ্গাইলের মধুপুর উপজেলার পালবাড়ি গ্রামে প্রতিষ্ঠিত আমার প্রতিষ্ঠানে বর্তমানে ১৭০টিও বেশি দেশে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আইটি সেবা দিয়ে যাচ্ছি। আমাদের সেবাগুলোর মধ্যে রয়েছে ইউআইএক্স ডিজাইন, এসইও, ডিজিটাল মার্কেটিং, গেস্ট পোস্টিং, লিঙ্ক বিল্ডিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট এর মত নানান প্রযুক্তি সেবা। এখন, আমার অফিসে প্রায় ৬০ জন কর্মকর্তা- কর্মচারী কাজ করছে।