ইসরায়েলের সঙ্গে চুক্তির বিরোধিতায় ২৮ কর্মী বহিষ্কার করল গুগল
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/04/18/1-hpxafoxdypyzeokzniksp43hxcnftvjvttoo4ucl7rsmasxw.jpg)
‘প্রজেক্ট নিম্বাস’। গুগল ও অ্যামাজনের সঙ্গে ইসরায়েলের হয়েছিল এই চুক্তি। সেই চুক্তির বিরোধিতা করেন গুগলের বেশ কিছু কর্মী। দাবি ছিল—বর্ণবাদীদের জন্য কোনো প্রযুক্তি থাকতে পারে না। সেই দাবির মাশুল গুনতে হয়েছে তাদের। হারাতে হয়েছে চাকরি। এক প্রতিবেদনে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট বলছে, ইসরায়েলের সঙ্গে হওয়া চুক্তি বাতিলের দাবি করায় তাদের ছাটাই করেছে টেক জায়ান্ট গুগল।
প্রতিবেদনে আরও বলা হয়, গত মঙ্গলবার (১৬ এপ্রিল) সানিভ্যাল, ক্যালিফ ও নিউইয়র্ক সিটিতে গুগল কার্যালয়ের সামনে বিক্ষোভের সময় নয়জনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। যদিও তাদেরকে কিছু সময় আটকে রেখে ছেড়ে দেওয়া হয়। এরপর ২৮ কর্মীকে বহিষ্কারের কথা জানা গেল।
এর আগে গতকাল বুধবার কোম্পানির গ্লোবাল সিকিউরিটি প্রধান ক্রিস র্যাকো কর্মীদের সতর্ক করে বলেছিলেন, ‘এই ধরনের আচরণ বরদাস্ত করা হবে না।’
জানা গেছে, ‘প্রজেক্ট নিম্বাস’ নামে গুগল ও অ্যামাজনের সঙ্গে ইসরায়েলের ওই চুক্তি হয়। চুক্তির মাধ্যমে ইসরায়েলি সামরিক বাহিনী ও সরকারি বিভিন্ন দপ্তরকে ক্লাউড পরিষেবা ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইসহ উন্নত প্রযুক্তি সরবরাহ করা হবে।
![](https://ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2024/04/18/new_project.jpg)
এক ইমেইল বার্তায় গুগলের মুখপাত্র জানিয়েছে, ‘অন্যান্য কর্মচারীদের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় এবং আমাদের সঙ্গে তাদের যোগাযোগ থেকে থেকে বিরত রাখার দায়ে’ এসব কর্মীকে বরখাস্ত করা হয়েছে। কারণ, এ ধরনের কাজ ও আচরণ ‘আমাদের নীতির স্পষ্ট লঙ্ঘন’।
এর আগে কার্যালয় প্রাঙ্গণের বিক্ষোভ থেকে একাধিকবার সরে যেতে বললেও তারা তা প্রত্যাখ্যান করে। এমনকি, অফিসের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা একাধিকবার সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু, তারা এসব কাজ অব্যাহত রাখেন। পরে তদন্ত সাপেক্ষে ২৮ জনকে বরখাস্ত করা হয়েছে। এই তদন্ত চলমান এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।