ফেসবুকে নির্দিষ্ট ব্যক্তির পোস্ট দেখতে না চাইলে যা করবেন
ক্ষেত্র বিশেষে নিজের অনিচ্ছা সত্ত্বেও ফেসবুকে কিছু ব্যক্তিকে ফ্রেন্ড লিস্টে রাখতে হয়। যাদের নিয়মিত অপ্রাসঙ্গিক পোস্ট বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে তাদের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে না চাইলেও ফ্রেন্ড লিস্ট থেকে বাদ দেওয়া যায় না। এ ক্ষেত্রে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা নির্দিষ্ট ব্যক্তিকে আনফলো করে এ সমস্যার সমাধান করা সম্ভব। এতে করে সেই ব্যক্তি ফ্রেন্ড লিস্টে থাকলেও তাঁর কোনো পোস্ট ফেসবুকে দেখা যাবে না। শুধু তা–ই নয়, আপনি যে ওই ব্যক্তিকে আনফলো করেছেন সে বিষয়টিও টের পাবে না।
আনফলো তিনভাবে করা যে পারে। প্রথমত, স্মার্টফোন থেকে ফেসবুকে প্রবেশ করে ওপরের ডান দিকে থাকা তিনটি ডট মেনুতে ক্লিক করতে হবে। এরপর নিচে স্ক্রল করে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ মেনুতে ট্যাপ করে ‘সেটিংস’ নির্বাচন করতে হবে। এবার নিচে থাকা ‘নিউজ ফিড’ নির্বাচন করে ‘আনফলো পিপল এন্ড গ্রুপ’ অপশনে ক্লিক করে ডানপাশে ‘অল’ অপশনে ক্লিক করে ‘ফ্রেন্ড অনলি’তে গিয়ে নিচে ফ্রেন্ড লিস্টে থাকা সবার নাম দেখা যাবে। সেখান থেকে কাঙ্ক্ষিত ব্যক্তির নামের পাশে থাকা আনফলো বাটনে ক্লিক করতে হবে।
দ্বিতীয়ত, নির্দিষ্ট ব্যক্তির ফেসবুক প্রোফাইলে গিয়েও তাঁকে আনফলো করা যায়। এ জন্য প্রোফাইলে প্রবেশ করে ফ্রেন্ডস বাটনে ট্যাপ করতে হবে। তারপর প্রদর্শিত অপশন থেকে আনফলো বাটন নির্বাচন করতে হবে।
তৃতীয়ত, নিউজ ফিডে কাঙ্খিত ব্যক্তির পোস্ট দেখা মাত্রই ডান পাশে তিনটি ডট মেনুতে ক্লিক করে ‘আনফলো’ করতে হবে। এ ছাড়াও ফেসবুকে বিরক্তিকর কোনো ব্যক্তির পোস্ট ৩০ দিনের জন্য দেখতে না চাইলে স্নুজ অপশনে ক্লিক করে দিন। এতে ওই ব্যক্তির পোস্ট ৩০ দিনের জন্য আপনার নিউজ ফিডে আসা বন্ধ হয়ে যাবে।