আরও কাছ থেকে কুয়াসার ছবি তুলল নাসার হাবল মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/12/06/nasa_camera_thum.jpg)
বিজ্ঞানীরা নাসার হাবল মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র (এইচএসটি) এবার আরও কাছ থেকে শক্তিশালী ব্ল্যাক হোলের ভেতরে নজর দিতে সক্ষম হয়েছেন। এইচএসটি একটি কুয়াসারের ছবি তুলেছে। কুয়াসার হলো অত্যন্ত শক্তিশালী ও উজ্জ্বল জ্যোতির্বৈজ্ঞানিক বস্তু। সাধারণত গ্যালাক্সির কেন্দ্রে অবস্থিত সুপারম্যাসিভ ব্ল্যাক হোল এটিকে পরিচালনা করে। নাসার ওয়েবসাইটে এসব তথ্য জানানো হয়।
নতুন হাবল চিত্রগুলো কুয়াসারের আশেপাশের পরিবেশকে প্রকাশ করেছে। ফ্রান্সের কোট দ'আজুর অবজারভেটরি ও ইউনিভার্সিটি কোট দ'আজুরের বিজ্ঞানী বিন রেন বলেন, ছবিতে অনেক ‘অদ্ভুত জিনিস’ রয়েছে। তিনি আরও বলেন, ‘আমরা বিভিন্ন আকারের কিছু ব্লব (গোলাকার বস্তু) এবং একটি রহস্যময় এল-আকৃতির সুতা সদৃশ কাঠামো দেখতে পাচ্ছি। এসব সবই ব্ল্যাক হোলের ১৬ হাজার আলোকবর্ষের মধ্যে।’
রেন জানান, কিছু বস্তু হয়তো ছোট স্যাটেলাইট গ্যালাক্সি হতে পারে, যা ব্ল্যাক হোলে পতিত হচ্ছে এবং সেগুলো হয়তো ব্ল্যাক হোলের কেন্দ্রে জমা হতে পারে, যার ফলে শক্তিশালী কুয়াসার উজ্জ্বল আলো উৎপন্ন হয়। তিনি বলেন, ‘হাবলের পর্যবেক্ষণের ক্ষমতার কারণে আমরা কুয়াসারের সম্পর্কে নতুন তথ্য উদঘাটন করার একটি নতুন পথ খুলে ফেলেছি।...আমার সহকর্মীরা খুব উৎফুল্ল, কারণ তারা কখনও এত বিস্তারিত তথ্য দেখেনি।’