সুইজারল্যান্ডের গ্র্যান্ড ট্রেন ট্যুরে কী কী আছে?
কোথাও ঘুরতে গেলে নতুন জায়গা দেখার সুযোগ পাই। পাশাপাশি, নতুন সংস্কৃতি জানা ও খাবারের স্বাদ নিতেও পছন্দ করি। আর যদি গন্তব্য হয় সুইজারল্যান্ড, তবে তা হয়ে ওঠে আরও স্মরণীয়। এর অত্যাশ্চর্য আলপাইন ল্যান্ডস্কেপ এবং মনোরম গ্রামগুলো ভ্রমণকারীদের পছন্দের তালিকায় স্থান পায়। সুইজারল্যান্ড ঘুরে দেখার জন্য শ্রেষ্ঠ উপায় হলো ট্রেন। সুইজারল্যান্ডে ঘুরতে গেলে গ্র্যান্ড ট্রেন ট্যুর প্রত্যেক ভ্রমণকারীর একবার হলেও করা উচিত।
সুইজারল্যান্ডের গ্র্যান্ড ট্রেন এর অত্যাশ্চর্য আলপাইন ল্যান্ডস্কেপ এবং সাংস্কৃতিক ঐতিহ্যের সেরা অভিজ্ঞতা দেবে। এতে চড়েই জারম্যাট, সেন্ট মরিৎজ, লুসার্ন এবং লুগানোর মতো আকর্ষণীয় স্থানগুলো আপনি দেখতে পাবেন। এটি নির্ভর করবে, আপনি আপনার যাত্রা কোথায় শুরু করতে চান এবং শেষ করতে চান তার ওপর।
এই রুটের সমস্ত জায়গা ভ্রমণ করতে চাইলে সুইস ট্র্যাভেল পাস সংগ্রহ করতে হবে। এটি বহন করলে আপনি রুটের সব গন্তব্য ঘুরে দেখতে পারবেন। গ্র্যান্ড ট্রেন ট্যুর মোট ১,২৮০ কিলোমিটার ভ্রমণকারীদের ঘুরে দেখায়। যেখানে ১১টি হ্রদ এবং পাঁচটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দেখা যাবে। এ ছাড়া, আশেপাশের মনোরম আলপাইন অঞ্চলতো রয়েছেই।
গ্লেসিয়ার এক্সপ্রেস—গ্লেসিয়ার এক্সপ্রেস ট্রেনে করে ভ্রমণ করলে দেখতে পাবেন সেন্ট্রাল সুইস আল্পসের আন্ডারম্যাট হয়ে জারমাট এবং সেন্ট মরিৎজের দুটি প্রধান পাহাড়, যা রেলওয়ে স্টেশনের মাধ্যমে সংযুক্ত হয়েছে।
বার্নিনা এক্সপ্রেস—এই ট্রেনে ভ্রমণ করলে বার্নিনা পাস, বার্নিনা রেঞ্জ এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রাইতিয়ান রেলওয়ের অভিজ্ঞতা পাবেন।
গোল্ডেন পাস লাইন—গোল্ডেনপাস লাইন হল সুইস আল্পসের একটি পর্যটক-ভিত্তিক ট্রেন রুট, যা লুসার্ন এবং মন্ট্রেক্সকে সংযুক্ত করছে।
গথার্ড প্যানোরামা এক্সপ্রেস-গথার্ড প্যানোরামা এক্সপ্রেস হলো একটি পর্যটন কেন্দ্রিক নৌকা এবং প্যানোরামিক ট্রেন লাইন, যা লুসার্নকে লুগানোর সঙ্গে সংযুক্ত করে।
লুসার্ন-ইন্টারলেকেন এক্সপ্রেস—এখানে আপনি জুংফ্রাউ অঞ্চলের বিস্ময়কর দর্শনীয় স্থানগুলি উপভোগ করতে পারবেন।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া