৫০০ বছরের পুরোনো ঐতিহাসিক হাট ‘কালাইয়া’

বলা হয়, ‘যা দেয় হালাইয়া, তা পাওয়া যায় কালাইয়া’। ৫০০ বছরের এ পুরোনো বন্দরে পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই। সবই পাওয়া যায় এ বন্দরে। মধ্যযুগীয়, মুঘল ও ব্রিটিশ  শাসনামলে ভারতীয়, পুর্তগীজ, ফিড়িঙ্গি এবং বার্মার বণিকরা এই হাটে ব্যবসা বাণিজ্যের জন্য আসা যাওয়া করতেন। প্রাচীন ইতিহাস ধারক এই বন্দরটি পটুয়াখালীর কালাইয়া ইউনিয়নে অবস্থিত। বর্তমানে এই হাটটিকে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ বাণিজ্যিক হাট বা বাণিজ্যিক...