ট্রাভেলারদের ক্রিকেট খেলা কাল থেকে শুরু
বাংলাদেশের ভ্রমণ পাগল মানুষদের দুনিয়ায় সাড়া জাগানো সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে কাল শুক্রবার সকাল ৭টা থেকে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। নকআউট পর্বের এই টুর্নামেন্ট শেষ হবে শনিবার।
বাংলাদেশ ট্রাভেলার্স স্পোর্টস আয়োজিত ট্রাভেলারস ক্রিকেট টুর্নামেন্টের এটি হবে দ্বিতীয় আসর। সব খেলা হবে রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে। টুর্নামেন্টে ফেসবুক ভিত্তিক ১৬টি ভ্রমণ দল অংশ নিচ্ছে।
এ দলগুলো দেশের আনাচে কানাচে, এমনকি দেশের বাইরেও ভ্রমণ সম্পর্কিত বিভিন্ন কার্যক্রম ও নিত্য নতুন সব আউটডোর কর্মকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত।
টুর্নামেন্টে অতিথি হিসেবে থাকার ব্যাপারে দুই বারের এভারেস্ট বিজয়ী বাংলাদেশি পর্বতারোহী এম এ মুহিত, এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি নারী পর্বতারোহী নিশাত মজুমদার, স্বনামধন্য পর্বতারোহণ প্রশিক্ষক মীর শামছুল আলম বাবু এবং ন্যাশনাল হোটেল ও ট্যুরিজম ট্রেইনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ পারভেজ এ চৌধুরী সম্মতি দিয়েছেন বলে আয়োজকরা জানিয়েছেন।
টুর্নামেন্টে ম্যাচ হবে ১৫টি। গ্রুপপর্বের ম্যাচ আটটি। কোয়ার্টার ফাইনাল ম্যাচ চারটি। সেমিফাইনাল ম্যাচ দুটি ও ফাইনাল ম্যাচ একটি। সব ম্যাচই নকআউট। অর্থাৎ হারলেই বাদ। গ্রুপ পর্ব ও কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো আট ওভার করে মোট ১৬ ওভারের হবে। সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ হবে ১০ ওভার করে মোট ওভারের। কোনো ম্যাচ ড্র হলে সুপার ওভার অনুষ্ঠিত হবে।
কাল সকাল ৭টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে গ্রিন ট্রাভেলার্স ও কান্ট্রি ট্যুরিজমের মধ্যে। এর পরের ম্যাচ সোয়া ৮টায়, ছন্নছাড়ার দল ও ট্রাভেলার্স অব ঢাকার মধ্যে। সাড়ে ৯টায় হিল ট্রেকার্স ও বাংলার অভিযাত্রী মধ্যে খেলা। পৌনে ১১টায় ভ্রমণ বাংলাদেশ ও বাংলার ট্রেকারের মধ্যে খেলা হবে। দুপুর ১২টায় ট্রেকার্স বিডি বনাম এক্সট্রিম ট্রেকাস অব বাংলাদেশ (ইটিবি) খেলা হবে। দুপুর পৌনে ২টায় আবার খেলা শুরু হবে। এটি হবে ট্রাভেলার্স নেস্ট বাংলাদেশ (টিএনবি) ও লেটস সি বাংলাদেশের মধ্যে। ৩টায় হবে ট্রাভেলার্স ফোরাম ও বৃত্ত…ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের খেলা । সবশেষে সোয়া ৪টায় বিন্দা.....স বনাম ট্যুর গ্রুপ বিডির খেলা হবে।
বিজয়ী আট দলকে নিয়ে পরের দিন শনিবার সকাল ৭টা থেকে কোয়ার্টার ফাইনালের খেলা শুরু হবে। ওই দিনই হবে সেমিফাইনাল ও ফাইনাল খেলা
এর আগে গত ৮ এপ্রিল ট্রাভেলারস ক্রিকেট টুর্নামেন্টের প্রথম আসর অনুষ্ঠিত হয়।