৯৯,৯৯,৯৯৯ টি মূর্তি নিয়ে গড়ে ওঠেছে ত্রিপুরার উনাকোটি

Looks like you've blocked notifications!
ছবি- পিন্টারেস্ট

ত্রিপুরা হল উত্তর-পূর্ব ভারতের একটি পার্বত্য রাজ্য। যা বাংলাদেশের খুব কাছে। ত্রিপুরা উপজাতীয় সংস্কৃতি এবং ধর্মীয় গোষ্ঠীর বিচিত্র মিশ্রণের আবাসস্থল। এই রাজ্যের রাজধানী আগরতলা। উনাকোটি হল একটি ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থান। জায়গাটি জটিল শিলা-কাটা ভাস্কর্য এবং হিন্দু দেবদেবীর খোদাই করা মূর্তির জন্য সবচেয়ে জনপ্রিয়।

উনাকোটি, ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় পর্যটন গন্তব্য। তবুও এটি পর্যটকদের আকর্ষণ করতে পারেনি। খুব কম সুযোগ-সুবিধা থাকায় অভিযাত্রী এবং তীর্থযাত্রীরা এখানে যেতে পারেন না। কিন্তু খুব শীঘ্রই তা বদলে যাচ্ছে। রাজ্যের পর্যটন দপ্তর এখানে বেশ কিছু পর্যটক-বান্ধব সুযোগ-সুবিধা আনার পরিকল্পনা করছে৷

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, উনাকোটি শীঘ্রই একটি ক্যাফেটেরিয়া, টয়লেট, নিরাপদ পানির ব্যবস্থা এবং দর্শনার্থীদের জন্য একটি পার্কিং লটের মতো সুবিধা দিবে৷ এসব নতুন সুযোগ-সুবিধা সংযোজনের ফলে উনাকোটিতে দর্শনার্থীর সংখ্যাও বাড়বে বলে আশা করছেন এই রাজ্যের সরকার।

উনাকোটিতে শিব, গণেশ, দুর্গা এবং অন্যান্য দেবদেবীর খোদাই করা মূর্তি রয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের ভগবান শিবের একটি বিশাল মূর্তি রয়েছে। যা উনাকোটিশ্বর কাল ভৈরব নামে পরিচিত। এ ছাড়াও, এখানে মোট ৯৯,৯৯,৯৯৯টি মূর্তি রয়েছে।

উনাকোটি শুধুমাত্র একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান নয়, প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক গুরুত্বের একটি স্থানও বটে। এখন পর্যন্ত, এই জায়গাটি একটি জাতীয় ঐতিহ্যের স্মৃতিস্তম্ভ হিসেবে স্বীকৃত হয়েছে।  ইউনেস্কোর অস্থায়ী তালিকায় স্থান পেয়েছে।

সূত্র- টাইমস অব ইন্ডিয়া