শুক্রবার শুরু হবে ‘ঢাকা ম্যাক্স ২০২৩’ সাইক্লিং প্রতিযোগিতা

Looks like you've blocked notifications!
ছবি : ঢাকা ম্যাক্স রেস-এর সৌজন্যে

রেস বাংলাদেশ ও রান বাংলাদেশেরে আয়োজনে আগামী শুক্রবার (২২ ডিসেম্বর) শুরু হতে যাচ্ছে ঢাকা ম্যাক্স সাইক্লিং প্রতিযোগিতা। রাজধানীর হাতিরঝিলে ষষ্ঠবারের মতো আয়োজিত হবে এ প্রতিযোগিতা। হাতিরঝিলের পুলিশ প্লাজা সংলগ্ন এম্ফিথিয়েটারের সামনে থেকে সকাল ছয়টায় প্রতিযোগিতা শুরু হবে। শেষ হবে সকাল সাড়ে ৯টায়।

এ প্রতিযোগিতায় সারা দেশ থেকে অংশগ্রহণকারীরা সহজেই অংশগ্রহণ করতে পারবে। ঢাকা ম্যাক্স নতুন নতুন রেসার খুঁজে বের করার জন্য এ প্রতিযোগিতার আয়োজন করে থাকে।

১৫ থেকে ৪৫ বছর বয়সী প্রতিযোগিরা এ রেসে অংশগ্রহণ করতে পারবে। অংশগ্রহণকারীদের অবশ্যই গ্লাভস, হেলমেট ও টেইল লাইট থাকতে হবে। সাইকেলের ফিটনেস কন্ডিশন ভালো থাকতে হবে, সাইক্লিং এর জুতা বা কেডস পরতে হবে। 

প্রতিযোগিতায় মোট পাঁচটি ইভেন্ট থাকবে। ইভেন্টগুলো হলো: রোড বাইক দলীয় টাইম ট্রায়াল, রোড বাইক একক টাইম ট্রায়াল, এমটিবি (পুরুষ), এমটিবি একক টাইম ট্রায়াল (নারী), এমটিবি একক টাইম ট্রায়াল (জুনিয়র)। 

ইভেন্টের রোড বাইক দলীয় টাইম ট্রায়াল, রোড বাইক একক টাইম ট্রায়াল এবং এমটিবি (পুরুষ) তিনটিতে ১৫ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে অতিক্রম করতে হবে। অন্যদিকে এমটিবি একক টাইম ট্রায়াল (নারী) এবং এমটিবি একক টাইম ট্রায়ালে (জুনিয়র) ৭ দশমিক ৫ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে অতিক্রম করতে হবে।

ইভেন্টটি সফল করতে ৬০-৭০ জন ভলেন্টিয়ার থাকবে। যাদের বেশির ভাগই সাইক্লিস্ট। ইভেন্টটিতে এখন পর্যন্ত ২০০ জন প্রতিযোগী অনলাইলে রেজিস্ট্রেশন করেছেন। রেজিস্ট্রেশনের সময় শেষ হওয়ায় নতুন কারও অংশগ্রহণের সুযোগ নেই। 

প্রতিযোগিতার বিষয়ে ঢাকা ম্যাক্স রেস-এর ডিরেক্টর সাজনান মোহাম্মদ এনটিভি অনলাইনকে বলেন, ‘সব বয়সের মানুষকে পরিবেশ বান্ধব সাইকেল ব্যবহারে উৎসাহিত করা এবং বাংলাদেশ থেকে ভালো ভালো রেসার তৈরি করা আমাদের মূল উদ্দেশ্য। যাতে করে তারা দেশের বাইরের ইভেন্টে অংশ নিয়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারে।’ 

প্রতিযোগিতা এমটিবির (পুরুষ) প্রথম ৫০ জন, এমটিবি (নারী) প্রথম ছয়জন, এমটিবি আইটিটি (জুনিয়র) প্রথম ১৫ জন, রোড বাইক একক টাইম ট্রায়ালের প্রথম ২৫ জন, রোড বাইক দলীয় টাইম ট্রায়ালে প্রথম তিনজন মেডেল পাবে।

এ ছাড়াও এমটিবি (পুরুষ) প্রথম তিনজন, এমটিবি (নারী)- চ্যাম্পিয়ন, এমটিবি আইটিটি (জুনিয়র) চ্যাম্পিয়ন, রোড বাইক একক টাইম ট্রায়ালের প্রথম তিনজন, রোড বাইক দলীয় টাইম ট্রায়াল চ্যাম্পিয়ন টিমকে নগদ অর্থ প্রদান করা হবে।