হাতিরঝিলে সাইক্লিং প্রতিযোগিতা

Looks like you've blocked notifications!

রেস বাংলাদেশ ও রান বাংলাদেশের আয়োজনে ষষ্ঠবারের মতো ‘ঢাকা ম্যাক্স ২০২৩’ সাইক্লিং প্রতিযোগিতা শেষ হয়েছে। গতকাল শুক্রবার সকালে রাজধানীর হাতিরঝিলে পুলিশ প্লাজার সামনে থেকে কয়েক‘শ সাইক্লিস্ট এই প্রতিযোগিতা অংশগ্রহণ করে। সে সময় স্বেচ্ছাসেবক এবং রাস্তার দুই পাশে অসংখ্য মানুষ ভীড় লক্ষ্য করা গেছে। এই আয়োজনে ২০০ জন প্রতিযোগী পাঁচটি ইভেন্টে অংশ নেয়।

প্রতিযোগিতায় ঢাকা ছাড়াও চট্টগ্রাম, সিলেট, খুলনা, সাতক্ষীরা থেকে সাইক্লিস্টরা এসেছেন। প্রতিযোগী, স্বেচ্ছাসেবী সবাই বেশ খুশি। কারণ বহুদিন পর ঢাকায় সাইক্লিংয়ের কোনো আসরের আয়োজন হলো। এই প্রতিযোগিতায় সহযোগিতা করেছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন, বিডিসাইক্লিস্টস ও প্রথম আলো।

শুক্রবার সকাল ৬টায় রোডবাইকে দলীয় টাইম ট্রায়াল দিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছিল। চারজনের একেকটা দল সাইকেল নিয়ে ছোটে। পুরো হাতিরঝিল দুবার চক্কর দিলে ১৫ কিলোমিটার হয়। টিমবিডিসি নিউক্লিয়ার টাইম ট্রায়ালের এই পর্বে প্রথম হয়েছে। তারপর ছিল রোডবাইক নিয়ে একক টাইম ট্রায়াল। এই পর্বে আরাফাত প্রথম স্থান, দ্বিতীয় ও তৃতীয় হন যথাক্রমে শাহাদৎ হোসেন ও ইমতিয়াজ ইলাহী।

মাউন্টেন বাইক (এমটিবি) নিয়ে নারীদের একক টাইম ট্রায়ালে প্রথম হন মৌসুমি আক্তার। জুনিয়র এমটিবি একক টাইম ট্রায়ালে প্রথম হন খাজা মইনুদ্দিন। এ দুটি ইভেন্টে প্রতিযোগীরা হাতিরঝিল এক চক্কর দেন। তাই সময় লেগেছে কম।
  
সাইক্লিং প্রতিযোগিতার সর্বশেষ ও সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ছিল মাউন্টেন বাইক ম্যাস স্টার্ট (পুরুষ)। প্রায় একশ প্রতিযোগী অংশ নেন এতে। হাড্ডাহাড্ডি লড়াইও ছিল এই পর্বে। এ পর্বে প্রথম হন রয়্যাল বেঙ্গল রেসারসের (আরবিআর) আদনান রহমান।