অবশেষে মেয়াদ বাড়ল পাকিস্তান সেনাপ্রধানের

Looks like you've blocked notifications!

অবশেষে ছয় মাসের জন্য পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার মেয়াদ বাড়িয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।

তবে এ বিষয়ে সংসদকে অবশ্যই ছয় মাসের মধ্যে আইন প্রণয়ন করতে হবে। ছয় মাসের মধ্যে আইন প্রণয়ন করতে না পারলে নিয়োগ অবৈধ বলে গণ্য হবে। আজ বৃহস্পতিবার শর্ত সাপেক্ষে এ মেয়াদ বৃদ্ধি করেন আদালত।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে জানায়, বিচারপতি আসিফ সায়েদ খোসার নেতৃত্বে তিন সদস্যের বিচারকের বেঞ্চ সংক্ষিপ্ত আদেশে ঘোষণা দেন সরকারের অনুরোধে জেনারেল বাজওয়া আরো ছয় মাস সেনাপ্রধানের দায়িত্ব পালন করবেন।

ওই আদেশে বলা হয়, সেনাপ্রধানের মেয়াদকালীন বিষয়টি নিয়ে ছয় মাসের মধ্যে দেশটির সংসদে আইন প্রণয়ন করতে হবে।