একই মণ্ডপে একসঙ্গে ওই দুই নারীকে বিয়ে করলেন প্রেমিক
ভারতের তেলেঙ্গানা রাজ্যে এক বিরল বিয়ের ঘটনা ঘটেছে। সূর্যদেব নামের এক ব্যক্তি একই মণ্ডপে লাল দেবী ও ঝলকারি দেবী নামে তার দুই প্রেমিকাকে বিয়ে করেছেন।ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানা রাজ্যের কোমারাম ভীম আসিফাবাদ জেলায়।সূর্যদেব জানান, তিনি একই সঙ্গে দুই নারীর প্রেমে পড়েন। কাউকে তিনি ছাড়তে চান না। তাই তিনি একই মণ্ডপে একই অনুষ্ঠানে একসঙ্গে ওই দুই নারীকে বিয়ে করেন।লিঙ্গাপুর মণ্ডলের গুমনুর গ্রামের বাসিন্দা...
সর্বাধিক ক্লিক