অরাজক পরিস্থিতি মোকাবিলায় কলম্বোয় কারফিউ

Looks like you've blocked notifications!
অরাজক পরিস্থিতি সামাল দিতে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় কারফিউ জারি করা হয়েছে। ছবি : সংগৃহীত

অরাজক পরিস্থিতি সামাল দিতে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় কারফিউ জারি করেছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর থেকে পরদিন শুক্রবার সকাল ৫টা পর্যন্ত চলবে কারফিউ। খবর আল-জাজিরার।

বৃহস্পতিবার দেশজুড়ে সহিংসতা বৃদ্ধির আশঙ্কায় নতুন করে কারফিউ জারি করেছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। রাতের আঁধারে সামরিক ফ্লাইটে করে দেশ ছেড়ে মালদ্বীপে পালানো প্রেসিডেন্ট গোটাবায়ার পদত্যাগের দাবিতে শ্রীলঙ্কাজুড়ে আন্দোলন অব্যাহত রয়েছে।

প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর বাড়িতে ভাঙ্চুরের ঘটনাও ঘটেছে। বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করা হয়েছে।

এদিকে, প্রতিশ্রুতি অনুযায়ী বুধবার গোটাবায়া পদত্যাগ করার কথা থাকলেও এখনও স্পিকারের কাছে পাঠাননি তিনি। তবে, কখন পদত্যাগপত্র পাঠাবেন তা নিয়ে জল্পনা দেখা দিয়েছে রাজধানী কলম্বোয়। সরকারের অনেক গুরুত্বপূর্ণ কার্যালয় দখল করে থাকা বিক্ষোভকারীরা অপেক্ষায় আছেন তাঁর পদত্যাগের খবরের।

অন্যদিকে, পুলিশ ও আন্দোলনকারীদের সংঘর্ষে একজন নিহত এবং ৮৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে প্রশাসন। এদের অনেককেই হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।