‘অর্থ দুনিয়ার ভয়ংকরতম বস্তু’ : আমিরাতে লটারি জিতে বললেন বাংলাদেশি আরিফ
সংযুক্ত আরব আমিরাতের শারজায় বসবাসরত বাংলাদেশি প্রবাসী যুবক আরিফ খান (৩৬) এক লটারির ড্র-তে জিতেছেন দুই কোটি দিরহাম বা প্রায় ৪৮ কোটি ৫০ লাখ টাকা। আমিরাতের রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিত ‘মাইটি ২০ মিলিয়ন’ র্যাফেল ড্র-তে আরিফ খান এ অর্থ জিতেছেন। খবর খালিজ টাইমসের।
আরিফ শারজায় কাজ করছেন চার বছর ধরে। এর আগে সৌদি আরবে কাজ করেছেন এক যুগ। ভাগ্য বদলানোর আশায় গত ২৭ মে জীবনে প্রথম বারের মতো লটারির টিকেট কেনেন আরিফ। খালিজ টাইমস আরিফ খানের কাছে বাংলাদেশি মুদ্রায় লটারির প্রাইজমানি কত হবে জানতে চেয়েছিল। আরিফ হিসাব করার চেষ্টা করে একপর্যায়ে হাল ছেড়ে দিয়ে বলেন, ‘আমি জানি না। আমি ২০ মিলিয়ন দিরহাম জেতার খবরেই এখনও ডুবে আছি। গত আধঘণ্টা ধরে কেবল এ সংখ্যাটাই শুনছি।’
বাংলাদেশের রাজধানী ঢাকার বাসিন্দা আরিফ শারজায় একটি গাড়ি রক্ষণাবেক্ষণের দোকান চালান। লটারিতে জেতা অর্থ দিয়ে আরিফ কী করবেন, তা নিয়ে এ মুহূর্তে কোনো পরিকল্পনা নেই বলে জানান।
আরিফ বলেন, ‘এখনও কিছু ভাবিনি। আমি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোতে বিগ টিকেটের প্রচার দেখে আগ্রহী হয়েছি। এর আগে কখনও নিজের ভাগ্য পরীক্ষা করিনি। আমি সৌদি আরবে ১২ বছর কাজ করেছি। সেখানে আমার ব্যবসায় খারাপ সময় গিয়েছিল। তবে, এখন সব ঠিক আছে।’
পরিবারকেন্দ্রিক একজন সুখী মানুষ আরিফ। লটারিতে জেতা অর্থ দিয়ে অভাবীদের সাহায্য করতে চান।
আরিফ বলেন, ‘আমার মা-বাবা, স্ত্রী ও দুই সন্তান রয়েছে। আমার ভাই এখানে একটি দোকান চালায়। সবাই মিলে আমাদের সুখী পরিবার। আশা করি, এ অর্থ অন্যদের সাহায্য করতে ব্যবহার করা যাবে। অর্থ দুনিয়ার সবচেয়ে ভয়ংকর বস্তু। তাই, আমি অন্যদের সাহায্য করতে এ অর্থ ব্যবহার করতে চাই, যেন অর্থ আমাকে বদলাতে না পারে।’